প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. জ্যাকঅ্যাস ফরেভার
২. মুনফল
৩. স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম
৪. স্ক্রিম
৫. সিং টু
জ্যাকঅ্যাস ফরেভার
স্টান্টভিত্তিক ডকু-কমেডি ফিল্ম। পরিচালনা করেছেন জেফ ট্রেমেইন। এমটিভির সফল রিয়েলিটি শো থেকে পরে চলচ্চিত্রের পর্দায় আসে ‘জ্যাকঅ্যাস’। এর যাত্রা শুরু হয় ২০০২তে এই পঞ্চম পর্ব পর্যন্ত সবগুলো পরিচালনা করেছেন ট্রেমেইন: এছাড়া প্রথম থেকেই ফ্র্যাঞ্চাইজের সঙ্গে সংশ্লিষ্ট তিনি। এই পর্বে উন্মত্ততা পর্যায়ের স্টান্টে অংশ নিয়েছেন জনি নক্সভিল এবং স্টিভ-ও, তাদের সঙ্গে যোগ দিয়েছেন নতুন পুরনো স্টান্ট শিল্পী ক্রিস পন্টিয়াস, ডেভ ইংল্যান্ড, উই ম্যান, ডেঞ্জার এরেন, প্রেস্টন লেসি, রেচেল উল্ফসেন, শন ‘পুপলস’ ম্যাকিনার্নি, য্যাক হোমস, এরিক মানাকা, ডার্ক শার্ক, নিক মার্লিনো এবং আরও অনেকে, ফিরেছেন ব্যাম মার্জেরা। বড় পর্দায় শেষ পর্ব মুক্তি পাবার পর অনেক প্রতিশ্রুতি নিয়ে ফিরেছে ‘জ্যাকঅ্যাস’ হাস্যকর আর ঝুঁকিপূর্ণ সব স্টান্ট নিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।