Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাইওয়ানের ওপর নজর রাখছে চীন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৫ পিএম

তাইওয়ান অঞ্চলের ওপর নজর রাখছে চীন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান।

জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিপর্যয়ের পর জাপানি খাদ্য আমদানি সীমিত করে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। এরপর মঙ্গলবার তাইওয়ান অঞ্চলও সীমিত আকারে আমদানি শুরু করেছে। চীন এ বিষয়ে নজর রাখছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে লি চিয়ান বলেন, দুর্ঘটনার পর দেশটির তেজস্ক্রিয় দূষিত খাদ্যের মূল-ভূভাগে আসা ঠেকাতে চীন জোরালো ব্যবস্থা নিয়েছে। চীনের এ পদক্ষেপ জনগণের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তা রক্ষায় সহায়ক।

তাইওয়ানের গণতান্ত্রিক প্রগতি পার্টি কর্তৃপক্ষ তাইওয়ানবাসীর জীবন ও স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যেসব পদক্ষেপ নিচ্ছে- চীন সে বিষয়ে নজর রাখছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ