মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন সীমান্তের কাছে উত্তর-পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশে হিমালয় তুষারধসে সাত ভারতীয় সেনা নিহত হয়েছে, মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন। গত রোববার কামেং অঞ্চলে তুষারপাত হয়।
উত্তর-পূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হর্ষ বর্ধন পান্ডে মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে। তুষারধসের স্থান থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে’।
কামেং অঞ্চলটি ১৪ হাজার ৫শ’ ফুট উচ্চতায় এবং গত কয়েকদিনে ভারী তুষারপাত দেখেছে, তিনি বলেন।
বৃহত্তর প্রতিবেশী চীনের সাথে গত কয়েক বছরে বেশ কয়েকটি সীমান্ত স্থবিরতার পর, ভারত পূর্ব হিমালয়ের অরুণাচল প্রদেশে টহল জোরদার করেছে এবং রাস্তা ও টানেল নির্মাণের কাজও বাড়িয়েছে। তিব্বতের সাথে অরুণাচলের একটি সীমান্ত রয়েছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।