Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ইটভাটাকে জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার ডিক্রির চর এলাকায় এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

তিনি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচর, গুদারাঘাট এলাকায় কয়েকটি ইটের ভাটা পরির্দশন করা হয়। বিডিএস ২০৮:২০০৯ অনুযায়ী ইটের সঠিক পরিমাপ যথাক্রমে দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার প্রস্থ ১১.৫ সেন্টিমিটার উচ্চতা ৭ সেন্টি মিটার হওয়ার কথা। কিন্তু অভিযানকালে ইটের সঠিক পরিমাপ না থাকার অপরাধে মেসার্স আবরার হোসেন ব্রিকসকে ৪৫ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৮ ধারায় ৫০ হাজার টাকা এবং মেসার্স মক্কা মদিনা ব্রিকসকে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৪৫ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানাসহ মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এসময় পরিবেশ অধিদফতরে প্রতিনিধি, জেলা কৃষি বিপণন অধিদফতর এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ