মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আর্থিক সঙ্কটে বন্ধ হয়ে যাচ্ছে ইংল্যান্ডের এক হাজারেরও বেশি বয়সী একটি পাব। এর নাম ‘ইয়ে ওল্ডি ফাইটিং কুকস’। লন্ডনের ঠিক উত্তরে সেইন্ট আলবান্সে এর অবস্থান। ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, ৭৯৩ খ্রিস্টাব্দ থেকে ব্যবসা করে আসছে এই পাবটি। কিন্তু করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক ক্ষতি বিপুল। তা কাটিয়ে উঠতে পারছে না তারা। এ জন্য বন্ধ করে দেয়া হচ্ছে এই পাব। তারা দাবি করেছে ইয়ে ওল্ডি ফাইটিং কুকস হলো বৃটেনের সবচেয়ে পুরনো পাব। এ খবর দিয়ে অনলাইন সিএনএন বলেছে, শুক্রবার পাব’টির মালিক ক্রিস্টো টোফাল্লি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে বলেছে, চরম চ্যালেঞ্জিং সময়ে টিকে থাকা কঠিন। তাই তারা এর দরজা বন্ধ করে দিচ্ছেন। তিনি লিখেছেন, পাবটিকে চালু রাখার জন্য টিমের সঙ্গে আমি সবরকম চেষ্টা করেছি। বিশেষ করে গত দুটি বছর আতিথেয়তা বিষয়ক এই সেবার ওপর যে চাপ গেছে তা অনাকাঙ্খিত। এই সঙ্কট আমাদের সবাইকে পরাজিত করেছে। ইয়ে ওল্ডি ফাইটিং কুকস বহু পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান। এর ভবিষ্যত ব্যবসা চালিয়ে নেয়ার জন্য কঠোর প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু তা কাজে আসেনি। তিনি আরও বলেছেন, মহামারির আগেও চরম প্রতিক‚লতার মধ্যে টিকে থাকতে হয়েছে তাদেরকে। কিন্তু কোভিড-১৯ এর প্রভাব ধ্বংসাত্মক। এর ফলে আর্থিক বিষয়ে যে বাধ্যবাধকতা আছে তা পূরণে লড়াই করছে এই পাব। তিনি লিখেছেন, এটা বলার অপেক্ষা রাখেনি যে, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এই পাবটি আমার কাছে শুধু ব্যবসা নয়। তার চেয়েও অনেক বেশি কিছু। এর ইতিহাসের সঙ্গেক্ষুদ্র একটি অংশ হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। বৃটেনে আছে বহু ঐতিহাসিক পাব। এর মধ্যে আছে লন্ডনের বিখ্যাত ‘প্রসপেক্ট অব হোয়াইটবি’। ১৫২০ সালে প্রতিষ্ঠিত এই পাব-এর আগের নাম ছিল ডেভিলস টাভার্ন। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।