মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডার রাজধানী অটোয়ার কেন্দ্রস্থল অচল করে রাখা ট্রাক চালকদের অবস্থান ধর্মঘটে হর্ন ও সাইরেন বাজানোর ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কানাডার একটি আদালত। কানে তালা লাগানো এই হর্নের কারণে স্থানীয় বাসিন্দারা উত্ত্যক্ত হয়ে উঠেছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদরত ট্রাক চালক ও অন্যরা ১১ দিন ধরে অটোয়ার কেন্দ্রস্থল অবরোধ করে রেখেছে, নিজেদের এই আন্দোলনকে ‘ফ্রিডম কনভয়’ বলছে তারা। কানাডার পার্লামেন্ট, কেন্দ্রীয় ব্যাংক এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দপ্তরসহ বেশকিছু সরকারি দপ্তরের অবস্থান এই এলাকায়। পরিস্থিতি মোকাবেলায় রোববার জরুরি অবস্থা ঘোষণা করেছেন অটোয়ার মেয়র জিম ওয়াটসন। সোমবার অটোয়ার পুলিশ জানিয়েছে, সরকারের কোভিড-১৯ বিধিনিষেধের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে চলা এই প্রতিবাদ বন্ধে তারা অবরোধস্থলে অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার জ্বালানি জব্দ করেছে ও সেখান থেকে একটি অয়েল ট্যাঙ্কার সরিয়ে নিয়েছে। কানাডা-যুক্তরাষ্ট্রের মধ্যে চলাচলকারী ট্রাকগুলোর চালকদের জন্য করোনাভাইরাস টিকা বাধ্যতামূলক করেছিল কানাডা। এর প্রতিবাদে ট্রাক চালকরা তথাকথিত ‘ফ্রিডম কনভয়’ আন্দোলন শুরু করে। কিন্তু এই আন্দোলন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনস্বাস্থ্য ব্যবস্থা বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশের রূপ নেয়। কোভিড আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে থাকা ট্রুডো প্রায় এক সপ্তাহ পর সোমবার প্রথমবারের মতো পার্লামেন্টের একটি জরুরি অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। সেখানে তিনি প্রতিবাদকারীদের ব্যবহার করা কৌশলের সমালোচনা করে এ প্রতিবাদ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, “এই দেশের সবাই ঐক্যবদ্ধভাবে মহামারীর মোকাবেলা করেছে আর কিছু লোক চিৎকার করে ও স্বস্তিকা দুলিয়ে যা করছে তা কানাডিয়ানদের প্রতিনিধিত্ব করছে না।” ‘ফ্রিডম কনভয়’ শহরের মধ্যে অবস্থান নেওয়া শুরু করার পরই নিরাপত্তার কারণে ট্রুডো ও তার পরিবার অটোয়া ছেড়ে অজ্ঞাত একটি স্থানে চলে যান। কানাডীয়দের অধিকাংশই সরকারের কোভিড বিধিনিষেধ মেনে চলেছে এবং দেশটির টিকা নেওয়ার উপযুক্ত জনসংখ্যার প্রায় ৭৯ শতাংশ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে। কিন্তু সা¤প্রতিক জরিপগুলোতে দেখা গেছে, মানুষের মধ্যে বিধিনিষেধ নিয়ে নৈরাশ্য বেড়ে চলেছে। ‘ফ্রিডম কনভয়’ ধর্মট দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পর অবরোধের তৎপরতা কমে আসছে বলে সোমবার জানিয়েছেন অটোয়ার পুলিশ প্রধান পিটার সøলি। এই রোববারে (কানাডায় সাপ্তাহিক ছুটির দিন) পুলিশ সেখানে এক হাজার ট্রাক ও পাঁচ হাজার প্রতিবাদকারী দেখেছে, অথচ এর আগের রোববার সেখানে তিন হাজার ট্রাক ও ১০ থেকে ১৫ হাজার প্রতিবাদকারী ছিল বলে জানিয়েছেন তিনি। গত সপ্তাহে কিছু প্রতিবাদকারী বর্ণবাদী কনফেডারেট ও নাৎসি পতাকা প্রদর্শন করেছিলেন। তারা অধিকাংশ ক্ষেত্রেই শান্তিপূর্ণ থাকলেও ধারাবাহিকভাবে গগনবিদারী হর্ন ও সাইরেন বাজিয়ে আসছিল। এতে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। সোমবার একজন বিচারক অটোয়ার কেন্দ্রস্থলে হর্ন বাজানোর ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।