Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ৩:৫৫ পিএম

নাটোরের লালপুরে স্ত্রী-কে হত্যা মামলায় স্বামী আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায়ের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আব্দুল জব্বার লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিম পাড়া এলাকার ইসাহাক আলীর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই দ্বিতীয় বিবাহ করাকে কেন্দ্র করে স্ত্রী স্মৃতি খাতুন ও স্বামী আব্দুল জব্বারের ম্েযধ্য পারিবারিক বিরোধ হয়। তারই জের ধরে স্বামী তার স্ত্রী-কে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহটি বাড়ীর পাশের পুকুরে ফেলে দেয়। ঘটনার পরের দিন সকালে পুলিশ খবর পেয়ে মৃতদেহটি পুকুর থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় পুলিশ আব্দুল জব্বারের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর আদালতের বিচারক মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। আদেশে আরো বলা হয় আসামী গ্রেফতারের পর হাজত বাস সময়টুকু দন্ড থেকে বাদ যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত

২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ