বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জের আটি বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের নেতৃত্বে আজ রোববার সকালে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে আটি বাজারের কয়েকটি দোকান মালিককে জরিমানা করা হয় এবং ফুটপাতের অবৈধ অর্ধশতাধিক দোকান-পাট,অবৈধ সিএনজি অটোরিক্সা ও বাসস্ট্যান্ড উচ্ছেদ করা হয়। অভিযানের সময় অবৈধভাবে রাস্তায় বাস পার্কিং করায় বাসের চালককে জরিমানা করা হয়। এছাড়া আটি বাজার এলাকায় যত্রতত্র রাস্তায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন না রাখার জন্য সতর্কতা জারি করা হয়। এই উচ্ছেদ অভিযানের সময় অন্যান্যদের মাধে উপস্থিত ছিলেন স্থানীয় শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের কানুনগো মোঃ আতাউর রহমান, সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন,মিসকেস সহকারী মোঃ সাহাবুদ্দন সিহাব প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।