নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই শুরু হচ্ছে আফগান সিরিজ। টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসের ২২ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা ছিল আফগানদের। তবে গতকাল দুপুরে মিরপুরে আনুষ্ঠানিকভাবে বিসিবি জানায়, দশদিন আগেই বাংলাদেশে আসতে চায় আফগানিস্তান।
মূলত বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে ভাগেই আসতে চায় তারা আফগানবাহিনী। বিসিবিও ইতিমধ্যে অনুমতি দিয়েছে। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আফগানরা। ঢাকায় পা রেখেই তারা চলে যাবে সিলেট। সেখানেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে হবে ক্যাম্প। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাচ্ছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছে। এই মুহূর্তে যে শিডিউল করা আছে তাতে আমরা আশা করছি আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারির দিকে তারা আসবে।’
আফগান সিরিজের ভেন্যু তালিকায়ও এসেছে পরিবর্তন। আফগানিস্তান দল সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করলেও সেখানে কোন ম্যাচ হবে না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম। তবে টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখনো সূচি চূড়ান্ত না হলেও সব ম্যাচ ফ্লাডলাইটের আলোর নিচে আয়োজনের ভাবনা বিসিবির। এ বিষয়ে নিজামউদ্দিন বলেন, ‘আমরা চেষ্টা করব সূচিটা আজকেই (গতকাল) চূড়ান্ত করে মিডিয়া রিলিজ আকারে দিয়ে দেওয়ার জন্য। যদি সম্ভব না হলে সর্বোচ্চ কালকের (আজ) মধ্যে দিয়ে দেবো। আমাদের এখন পর্যন্ত যেটা পরিকল্পনা রয়েছে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ঢাকায় ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আমরা যেটা পরিকল্পনা করেছি, আমরা ওয়ানডেটা চট্টগ্রামে এবং টি-টোয়েন্টিটা ঢাকাতে আয়োজনের পরিকল্পনা নিয়েছি।’
চলতি বিপিএলে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)’র অভাবটাই বেশি পোড়াচ্ছে ক্রিকেটারদের। এই প্রযুক্তি না থাকায় কম সমালোচনা হয়নি। সেটি কিছুটা কমাতে চট্টগ্রামে হাফ ডিআরএসের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে তাতেও বিতর্ক ঠেকানো যায়নি। অবশেষে বিপিএলের শেষ মুহূর্তে ডিআরএস রাখতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। বিসিবি নিশ্চিত করেছে টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনালসহ সবশেষ ৭ ম্যাচে থাকবে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস। আজ থেকে শুরু হয়ে ঢাকা দ্বিতীয় পর্বে ৪ ম্যাচ শেষে সিলেট পর্বে যাবে বিপিএল। সেখান থেকে ঢাকা ফিরলে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস পাওয়া যাবে। এমনকি আসন্ন আফগানিস্তান সিরিজেও ডিআরএস থাকবে বলে জানান নিজামউদ্দিন, ‘আমরা চেষ্টা করছি শুধু আফগানিস্তান না আমাদের বিপিএলের শেষের অংশের ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএসকে ইন্ট্রোডিউস করা যায় কি-না। প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যে এটলিস্ট আমাদের শেষ সল্টের যে ম্যাচগুলো হবে ঢাকাতে, পাশাপাশি আফগানিস্তান সিরিজে ডিআরএসটাকে নিশ্চিত করার জন্য। ফুল ডিআরএসটা।’
করোনার ঊর্ধ্বগতির কারণে বিপিএলে দর্শক প্রবেশের অনুমিত নেই। তবে আফগান সিরিজে দর্শক ফেরার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের সিকে তাকিয়ে বিসিবি।
এ নিয়ে নিজামউদ্দিন বলেন, ‘আফগানিস্তান সিরিজে দর্শকের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সরকারের যে গাইডলাইন সেটা আমরা ফলো করব। যদি সেখানে শিথিলতা না আসে তাহলে হয়তো এভাবেই সিরিজটা আয়োজন করতে হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।