Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি কিছুই ভালো লাগে না রোগে আক্রান্ত হয়েছে : মোড়ক উম্মোচন অনুষ্ঠানে শামীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি কিছুই ভাল লাগে না রোগে আক্রান্ত হয়েছে। দেশের উন্নয়ন ভাল লাগে না, শক্তিশালী গণতন্ত্র ব্যবস্থা ভাল লাগে না। আসলে বাংলাদেশটাই তাদের ভাল লাগে না। কারণ তাদের হৃদয়ে রয়েছে পেয়ারের পাকিস্তান। গতকাল ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দুটি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপ সচিব ও পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার পিএএ-এর লেখা ‘মাঠ প্রশাসনের বিবর্তন প্রেক্ষাপট: বাংলাদেশ’ এবং ‘পানি সম্পদ ব্যবস্থাপনা প্রেক্ষিত: বাংলাদেশ’ বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ঝালকাঠি পাবলিকেশন্স। লেখক মো. কামরুল আহসান তালুকদার পিএএ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন।

উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র ব্যবস্থা শক্তিশালী হয়েছে। ইসি গঠন বিষয়ে আইন করে বর্তমান সরকার ইতিহাসের নতুন মাইল ফলক সৃষ্টি করেছেন। কিন্ত এসব বিএনপির ভাল লাগে না। দেশ এগিয়ে যাক, মানুষ ভাল থাকুক, এগুলো বিএনপি চায় না। এনামুল হক শামীম বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু ট্যানেল, চার লেনের রাস্তা, ফ্লাইওভার, মেট্রোরেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে। যারা রাস্তায় ঘুমাতো, তারা এখন স্থায়ী বাড়িতে ঘুমায়।

এসব দেখে একটি দলের ভালো লাগে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা সরকারই করে দিয়েছে। দক্ষিণাঞ্চলে পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে। পানি সম্পদ উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টাপ্লান করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আমরা নদী ভাঙ্গন রোধে কাজ করছি। ড্রেজিংসহ নানা পদক্ষেপ নিচ্ছি। তিনি বলেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা আজকে দক্ষতার সঙ্গে কাজ করছেন। রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা এক সঙ্গে কাজ করছেন।

শামীম বলেন, ঢাকায় মেট্রোরেল চালু হচ্ছে। এই মেট্রোরেল প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকা তিলোত্তমা নগরীতে পরিণত হবে। ঢাকা শহরে ফ্লাইওভার হওয়ার মধ্যে দিয়ে ঢাকা সিঙ্গাপুরের মতো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ