Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সার আবামেয়াং চমক

শেষ হলো শীতকালীন দলবদল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ক’দিন ধরেই দলবদলের বাজারে উত্তাপ ছড়াচ্ছে একটি খবর। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এরই মধ্যে নাকি ফরাসি তারকার সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে স্প্যানিশ জায়ান্টরা! দুই পক্ষের কারো কাছ থেকেই নিশ্চিত কোনো খবর না পাওয়ার মাঝেই গতপরশু রাতে শেষ হয়েছে ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল। শেষ দিনেও বাজারে ছিল আগুণ। তবে অনেকটা পানির দরেই সবচেয়ে বড় কাজটি সেরে নিয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। একেবারে শেষ মুহূর্তে এসে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের সঙ্গে চুক্তি করেছে ধুঁকতে থাকা স্প্যানিশ ক্লাবটি। সেই শূন্যতা কিছুটা পুষিয়ে নিয়ে ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে গ্যাবনের এই ফরোয়ার্ডকে দলে নিয়েছে কাতালান ক্লাবটি। বিবিসির প্রতিবেদনে বলা হযেছে, এদিন শেষ দিকে এসে বার্সেলোনার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ৩২ বছর বয়সী অবামেয়াং। তবে ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা গতকাল দেওয়া হবে বলে ওই প্রতিবেদনে জানানো হলেও চুক্তির মেয়াদ কিংবা বেতনাদি নিয়ে এখনও কিছু জানা যায়নি।
ইউরোপের প্রধান লিগগুলোর এই দলবদল চলেছে গোটা জানুয়ারি মাস জুড়ে। দলবদলের শেষ দিনে এমনই বেশ কিছু চমক উপহার দিয়েছে বাজার। কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? গোটা মাসেই বা কে কে দলবদল করলেন? চলুন সেই লম্বা তালিকাটা এক নজরে দেখে নেওয়া যাক-
শেষ দিনের চমক
খেলোয়াড় পজিশন জাতীয়তা কোন ক্লাব থেকে কোন ক্লাবে দাম
পিয়েরে-এমেরিক অবামেয়াং স্ট্রাইকার গ্যাবন আর্সেনাল বার্সেলোনা ফ্রি
দেলে আলি মিডফিল্ডার ইংল্যান্ড টটেনহাম এভারটন ফ্রি
অস্টন ট্রাস্টি সেন্টারব্যাক যুক্তরাষ্ট্র কলোরাডো র‌্যাপিডস আর্সেনাল ১৬ লাখ পাউন্ড
ড্যান বার্ন সেন্টারব্যাক ইংল্যান্ড ব্রাইটন নিউক্যাসল ১ কোটি ২৫ লাখ পাউন্ড
রেইনিলদো লেফটব্যাক ব্রাজিল লিল অ্যাট. মাদ্রিদ ২৫ লাখ পাউন্ড
ফেদেরিকো গাত্তি সেন্টারব্যাক ইতালি ফ্রোজিনোনে জুভেন্টাস ৭০ লাখ পাউন্ড
জোভান্নি লো সেলসো মিডফিল্ডার আর্জেন্টিনা টটেনহাম ভিয়ারিয়াল ধার
রদ্রিগো বেনতাঙ্কুর মিডফিল্ডার উরুগুয়ে জুভেন্টাস টটেনহাম ১ কোটি ৫৯ লাখ পাউন্ড
দেয়ান কুলুসেভস্কি ফরোয়ার্ড সুইডেন জুভেন্টাস টটেনহাম ধার
রোমাইন ফাভ্রা মিডফিল্ডার ফ্রান্স ব্রেস্ত অলিম্পিক লিওঁ ১ কোটি ২৫ লাখ পাউন্ড
তাঙ্গি এনদোম্বেলে মিডফিল্ডার ফ্রান্স টটেনহাম অলিম্পিক লিওঁ ধার
ক্রিস্টিয়ান এরিকসেন মিডফিল্ডার ডেনমার্ক ফ্রি ব্রেন্টফোর্ড ফ্রি
হুলিয়ান আলভারেজ স্ট্রাইকার আর্জেন্টিনা রিভার প্লেট ম্যানসিটি ১ কোটি ৫০ লাখ পাউন্ড
ব্রুনো গিমারেস মিডফিল্ডার ব্রাজিল অলিম্পিক লিওঁ নিউক্যাসল ৩ কোটি ৩০ লাখ পাউন্ড
লুইস দিয়াজ উইঙ্গার কলম্বিয়া এফসি পোর্তো লিভারপুল ৩ কোটি ৩০ লাখ পাউন্ড

মাসজুড়ে উল্লেখযোগ্য
খেলোয়াড় পজিশন জাতীয়তা কোন ক্লাব থেকে কোন ক্লাবে দাম
ফিলিপ কুতিনিও আক্রমণাত্মক মিডফিল্ডার ব্রাজিল বার্সেলোনা অ্যাস্টন ভিলা ধার
নানি উইঙ্গার পর্তুগাল অরলান্ডো সিটি ভেনেজিয়া ফ্রি
ফেরান তোরেস উইঙ্গার স্পেন ম্যানচেস্টার সিটি বার্সেলোনা ৪ কোটি ৬৩ লাখ পাউন্ড
রাফিনিয়া আলকানতারা মিডফিল্ডার ব্রাজিল পিএসজি সোসিয়েদাদ ধার
ন্যাথান প্যাটারসন রাইটব্যাক স্কটল্যান্ড রেঞ্জার্স এভারটন ১ কোটি ২০ লাখ পাউন্ড
সের্হিও অলিভিয়ের মিডফিল্ডার পর্তুগাল পোর্তো রোমা ধার
ক্রিস উড স্ট্রাইকার নিউজিল্যান্ড বার্নলি নিউক্যাসল ২ কোটি ৫০ মিলিয়ন পাউন্ড
লুকাস দিনিয়ে লেফটব্যাক ফ্রান্স এভারটন অ্যাস্টন ভিলা ২ কোটি ৩০ লাখ পাউন্ড
দাভিদ নেরেস উইঙ্গার ব্রাজিল আয়াক্স শাখতার ১ কোটি ২০ লাখ ইউরো
আনোয়ার এল গাজি উইঙ্গার নেদারল্যান্ডস অ্যাস্টন ভিলা এভারটন ধার
দারিও বেনেদেত্তো স্ট্রাইকার আর্জেন্টিনা মার্শেই বোকা জুনিয়র্স ৩০ লাখ পাউন্ড
জেরেমি বগা উইঙ্গার আইভরি কোস্ট সসুলো আতালান্তা ১ কোটি ৮৫ লাখ পাউন্ড
আদামা ত্রায়োরে উইঙ্গার স্পেন উলভারহ্যাম্পটন বার্সেলোনা ধার
আর্থুর কাবরাল স্ট্রাইকার ব্রাজিল এফসি বাসেল ফিওরেন্তিনা ১ কোটি ১৬ লাখ পাউন্ড
দুসান ভøাহোভিচ স্ট্রাইকার সার্বিয়া ফিওরেন্তিনা জুভেন্টাস ৬ কোটি ২৫ লাখ পাউন্ড

শেষ দিনের চমক
খেলোয়াড় পজিশন জাতীয়তা কোন ক্লাব থেকে কোন ক্লাবে দাম
পিয়েরে-এমেরিক অবামেয়াং স্ট্রাইকার গ্যাবন আর্সেনাল বার্সেলোনা ফ্রি
নিকো উইলিয়ামস রাইটব্যাক ওয়েলস লিভারপুল ফুলহ্যাম ধার
দেলে আলি মিডফিল্ডার ইংল্যান্ড টটেনহাম এভারটন ফ্রি
অস্টন ট্রাস্টি সেন্টারব্যাক যুক্তরাষ্ট্র কলোরাডো র‌্যাপিডস আর্সেনাল ১৬ লাখ পাউন্ড
ড্যান বার্ন সেন্টারব্যাক ইংল্যান্ড ব্রাইটন নিউক্যাসল ১ কোটি ২৫ লাখ পাউন্ড
টড ক্যান্টওয়েল মিডফিল্ডার ইংল্যান্ড নরউইচ সিটি বোর্নমাউথ ধার
ইসলাম সিøমানি স্ট্রাইকার আলজেরিয়া অলিম্পিক লিওঁ লিসবন ফ্রি
রেইনিলদো লেফটব্যাক ব্রাজিল লিল অ্যাট. মাদ্রিদ ২৫ লাখ পাউন্ড
ফেদেরিকো গাত্তি সেন্টারব্যাক ইতালি ফ্রোজিনোনে জুভেন্টাস ৭০ লাখ পাউন্ড
অ্যারন র‌্যামসি মিডফিল্ডার ওয়েলস জুভেন্টাস রেঞ্জার্স ধার
ডনি ফন ডে বিক মিডফিল্ডার নেদারল্যান্ডস ম্যানইউ এভারটন ধার
গোরান পানদেভ স্ট্রাইকার মেসিডোনিয়া জেনোয়া পারমা অপ্রকাশিত
জোভান্নি লো সেলসো মিডফিল্ডার আর্জেন্টিনা টটেনহাম ভিয়ারিয়াল ধার
ইনাকি পিনিয়া গোলকিপার স্পেন বার্সেলোনা গ্যালাতাসারাই ধার
ম্যাট টারগেট লেফটব্যাক ইংল্যান্ড অ্যাস্টন ভিলা নিউক্যাসল ধার
ব্রায়ান গিল মিডফিল্ডার স্পেন টটেনহাম ভ্যালেন্সিয়া ধার
রদ্রিগো বেনতাঙ্কুর মিডফিল্ডার উরুগুয়ে জুভেন্টাস টটেনহাম ১ কোটি ৫৯ লাখ পাউন্ড
দেয়ান কুলুসেভস্কি ফরোয়ার্ড সুইডেন জুভেন্টাস টটেনহাম ধার
ন্যাট ফিলিপস সেন্টারব্যাক ইংল্যান্ড লিভারপুল বোর্নমাউথ ধার
রোমাইন ফাভ্রা মিডফিল্ডার ফ্রান্স ব্রেস্ত অলিম্পিক লিওঁ ১ কোটি ২৫ লাখ পাউন্ড
ডেনিস জাকারিয়া মিডফিল্ডার সুইজারল্যান্ড ম’গ্লাবাখ জুভেন্টাস ৪২ লাখ পাউন্ড
তাঙ্গি এনদোম্বেলে মিডফিল্ডার ফ্রান্স টটেনহাম অলিম্পিক লিওঁ ধার
ক্রিস্টিয়ান এরিকসেন মিডফিল্ডার ডেনমার্ক ফ্রি ব্রেন্টফোর্ড ফ্রি
হুলিয়ান আলভারেজ স্ট্রাইকার আর্জেন্টিনা রিভার প্লেট ম্যানসিটি ১ কোটি ৫০ লাখ পাউন্ড
রাদু দ্রাগুসিন সেন্টারব্যাক রোমানিয়া জুভেন্টাস সালেরনিতানা ধার
ভাউট ভেগহোর্স্ট স্ট্রাইকার নেদারল্যান্ডস উল্ফসবুর্গ বার্নলি ১ কোটি ২০ লাখ পাউন্ড
মোহাম্মদ ইহাত্তারেন মিডফিল্ডার নেদারল্যান্ডস জুভেন্টাস আয়াক্স ধার
ব্রুনো গিমারেস মিডফিল্ডার ব্রাজিল অলিম্পিক লিওঁ নিউক্যাসল ৩ কোটি ৩০ লাখ পাউন্ড
লুইস দিয়াজ উইঙ্গার কলম্বিয়া এফসি পোর্তো লিভারপুল ৩ কোটি ৩০ লাখ পাউন্ড
জার্মেইন ডেফো স্ট্রাইকার ইংল্যান্ড রেঞ্জার্স স্যান্ডারল্যান্ড ফ্রি
ম্যাক্স মেয়ার মিডফিল্ডার জার্মানি ফেনেরবাখ মিতিউলান ধার

মাসজুড়ে উল্লেখযোগ্য
খেলোয়াড় পজিশন জাতীয়তা কোন ক্লাব থেকে কোন ক্লাবে দাম
ফিলিপ কুতিনিও আক্রমণাত্মক মিডফিল্ডার ব্রাজিল বার্সেলোনা অ্যাস্টন ভিলা ধার
ক্রিস্তফ পিওন্তেক স্ট্রাইকার পোল্যান্ড হার্থা বার্লিন ফিওরেন্তিনা ধার
নানি উইঙ্গার পর্তুগাল অরলান্ডো সিটি ভেনেজিয়া ফ্রি
ভিতালি মাইকোলেঙ্কো লেফটব্যাক ইউক্রেন দিনামো কিয়েভ এভারটন ১ কোটি ৭৭ লাখ পাউন্ড
ভ্যান্ডারসন রাইটব্যাক ব্রাজিল গ্রেমিও মোনাকো ৯৩ লাখ পাউন্ড
ফেরান তোরেস উইঙ্গার স্পেন ম্যানচেস্টার সিটি বার্সেলোনা ৪ কোটি ৬৩ লাখ পাউন্ড
জোনাথন ইকোনে উইঙ্গার ফ্রান্স লিল ফিওরেন্তিনা ১ কোটি ৩০ লাখ পাউন্ড
আন্দ্রেয়া কন্তি রাইটব্যাক ইতালি এসি মিলান সাম্পদোরিয়া অপ্রকাশিত
এইনসলি মেইটল্যান্ড-নাইলস মিডফিল্ডার ইংল্যান্ড আর্সেনাল রোমা ধার
রাফিনিয়া আলকানতারা মিডফিল্ডার ব্রাজিল পিএসজি সোসিয়েদাদ ধার
রিকার্দো পেপি ফরোয়ার্ড যুক্তরাষ্ট্র এফসি ডালাস অক্সবুর্গ ১ কোটি ৪৮ লাখ পাউন্ড
মিকায়েল কুসাঞ্চ সেন্ট্রাল মিডফিল্ডার ফ্রান্স বায়ার্ন মিউনিখ ভেনেজিয়া ৩৪ লাখ পাউন্ড
ন্যাথান প্যাটারসন রাইটব্যাক স্কটল্যান্ড রেঞ্জার্স এভারটন ১ কোটি ২০ লাখ পাউন্ড
হেসুস করোনা উইঙ্গার মেক্সিকো এফসি পোর্তো সেভিয়া ২৯ লাখ পাউন্ড
দিয়েগো গোদিন সেন্টারব্যাক উরুগুয়ে কালিয়ারি বিলবাও মিনেইরো ফ্রি
সের্হিও অলিভিয়ের মিডফিল্ডার পর্তুগাল পোর্তো রোমা ধার
ক্রিস উড স্ট্রাইকার নিউজিল্যান্ড বার্নলি নিউক্যাসল ২ কোটি ৫০ মিলিয়ন পাউন্ড
লুকাস দিনিয়ে লেফটব্যাক ফ্রান্স এভারটন অ্যাস্টন ভিলা ২ কোটি ৩০ লাখ পাউন্ড
দাভিদ নেরেস উইঙ্গার ব্রাজিল আয়াক্স শাখতার ১ কোটি ২০ লাখ ইউরো
আনোয়ার এল গাজি উইঙ্গার নেদারল্যান্ডস অ্যাস্টন ভিলা এভারটন ধার
বোর্হা মায়োরাল স্ট্রাইকার স্পেন রোমা গেতাফে ধার
গঞ্জালো ভিলার মিডফিল্ডার স্পেন রোমা গেতাফে ধার
সেড্রিক বাকাম্বু স্ট্রাইকার কঙ্গো বেইজিং গুয়ান মার্শেই ফ্রি
সিদ কোলাসিনাচ লেফটব্যাক বসনিয়া আর্সেনাল মার্শেই ফ্রি
চিকিনিও ফরোয়ার্ড পর্তুগাল এস্তরিল উলভস ২৯ লাখ পাউন্ড
রবিন ওলসেন গোলকিপার সুইডেন রোমা অ্যাস্টন ভিলা ধার
মার্কো বেনাসি সেন্ট্রাল মিডফিল্ডার ইতালি ফিওরেন্তিনা এম্পোলি ধার
দারিও বেনেদেত্তো স্ট্রাইকার আর্জেন্টিনা মার্শেই বোকা জুনিয়র্স ৩০ লাখ পাউন্ড
ভালন বেহরামি সেন্ট্রাল মিডফিল্ডার সুইজারল্যান্ড জেনোয়া ফ্রি ফ্রি
সের্হিও রিকো গোলকিপার স্পেন পিএসজি মায়োর্কা ধার
এলিয়াকিম মাঙ্গালা সেন্টারব্যাক ফ্রান্স ফ্রি সেন্ট ইতিয়েন ফ্রি
পাবলো মারি সেন্টারব্যাক স্পেন আর্সেনাল উদিনেস ধার
ইউসুফ ইয়াজিকি আক্রমণাত্মক মিডফিল্ডার তুরস্ক লিল সিএসকেএ মস্কো ধার
হাতেম বেন আরফা আক্রমণাত্মক মিডফিল্ডার ফ্রান্স ফ্রি লিল ফ্রি
সেরদার আজমুন স্ট্রাইকার ইরান জেনিত লেভারকুসেন ফ্রি
অ্যান্থনি মার্সিয়াল ফরোয়ার্ড ফ্রান্স ম্যানইউ সেভিয়া ধার
জেরেমি বগা উইঙ্গার আইভরি কোস্ট সসুলো আতালান্তা ১ কোটি ৮৫ লাখ পাউন্ড
এরায় কোমের্ত সেন্টারব্যাক সুইজারল্যান্ড বাসেল ভ্যালেন্সিয়া ৮ লাখ পাউন্ড
আদামা ত্রায়োরে উইঙ্গার স্পেন উলভারহ্যাম্পটন বার্সেলোনা ধার
আলেসান্দ্রো প্লিৎসারি গোলকিপার ইতালি এসি মিলান লেচ্চে ধার
ফেলিপে কায়সেদো স্ট্রাইকার ইকুয়েডর জেনোয়া ইন্টার মিলান ধার
আর্থুর কাবরাল স্ট্রাইকার ব্রাজিল এফসি বাসেল ফিওরেন্তিনা ১ কোটি ১৬ লাখ পাউন্ড
ফেদেরিকো ফাজিও সেন্টারব্যাক আর্জেন্টিনা রোমা সালেরনিতানা ধার
স্তেফানো সেনসি মিডফিল্ডার ইতাালি ইন্টার মিলান সাম্পদোরিয়া ধার
দুসান ভøাহোভিচ স্ট্রাইকার সার্বিয়া ফিওরেন্তিনা জুভেন্টাস ৬ কোটি ২৫ লাখ পাউন্ড
ইলাইশ মরিবা মিডফিল্ডার গিনি আর বি লাইপজিগ ভ্যালেন্সিয়া ধার
ড্যানিয়েল ওয়াস রাইটব্যাক ডেনমার্ক ভ্যালেন্সিয়া অ্যাট. মাদ্রিদ ২১ লাখ পাউন্ড
ক্যালাম চেম্বার্স রাইটব্যাক ইংল্যান্ড আর্সেনাল অ্যাস্টন ভিলা অপ্রকাশিত
রবিন গোসেনস লেফটব্যাক জার্মানি আতালান্তা ইন্টার মিলান ধার
মার্কো লাজেতিচ স্ট্রাইকার সার্বিয়া বেলগ্রেড এসি মিলান ৩৩ লাখ পাউন্ড
আমাদ দিয়ালো উইঙ্গার আইভরি কোস্ট ম্যানইউ রেঞ্জার্স ধার
স্যামুয়েল কালু উইঙ্গার নাইজেরিয়া বোর্দো ওয়াটফোর্ড ৩০ লাখ পাউন্ড
পিয়েত্রো পেলেগ্রি স্ট্রাইকার ইতালি মোনাকো তুরিনো ধার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দলবদল

১৬ অক্টোবর, ২০২২
২ ফেব্রুয়ারি, ২০২২
১৫ ফেব্রুয়ারি, ২০২০
১৯ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ