নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : নতুন ফুটবল মৌসুমকে সামনে রেখে দলবদল কার্যক্রম শেষ করল বাংলাদেশ প্রিমিয়ার লিগ রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্র। আগামীকাল শেষ হচ্ছে প্রিমিয়ার ফুটবলের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম। দেড় মাসেরও বেশি সময় পেয়েও দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলো এই কার্যক্রমে অংশ নেয়নি। প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের মধ্যে গতকালই প্রথম দল হিসেবে খেলোয়াড় নিবন্ধন শেষ করলো শেখ রাসেল কেসি।
২০১২-১৩ ফুটবল মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছিল শেখ রাসেল। এরপরের দু’মৌসুম অবশ্য কোন ট্রফিই জিততে পারেনি তারা। দেশসেরা কোচ মারুফুল হক জাতীয় দল ঘুরে এবার ফিরেছেন রাসেলে। আসন্ন লিগে তার কোচিংয়েই খেলবেন অলবøুজদের ফুটবলাররা। শেখ রাসেলেই মারুফুল নিজের কোচিং ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। এবারও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। দলবদলের দিন মারুফুল বলেন, ‘শেখ রাসেল চ্যাম্পিয়ন হওয়ারই মতোই দল গড়েছে এবার। আসন্ন লিগে আমরা শিরোপার অন্যতম দাবিদার।’ আসন্ন লিগে চার জন বিদেশি রেজিস্ট্রেশন ও তিন জন খেলানোর নিয়ম রয়েছে। শেখ রাসেল গতকাল দুই ফরোয়ার্ড ইকাঙ্গা ও ফিকরুকে নিবন্ধন করিয়েছে। আরেক ফিনল্যান্ডের খেলোয়াড়কে দেখা গেলেও তার নিবন্ধন ফরম অবশ্য জমা দেয়নি। আইএসএলে অ্যাথলেটিকো ডি কলকাতায় দুর্দান্ত খেলেছিলেন ফিকরু।
শেখ রাসেলের খেলোয়াড়রা হলেনÑরাসেল মাহমুদ লিটন, বিপ্লব ভট্টাচার্য্য, জিয়াউর রহমান (গোলরক্ষক), আতিকুর রহমান মিশু, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরি, জামাল ভূইয়া, মোনায়েম খান রাজু, সাখওয়াত রনি, নাসিরুল ইসলাম, শাহেদুল আলম শাহেদ, রুম্মন, ফজলে রাব্বি, সৈকত, মিন্টু শেখ, আলমগীর কবির রানা, রাশেদুল আলম মনি, অরুপ বৈদ্য,নাহিদুল ইসলাম, উত্তম কুমার, রাজন, বাবলু, কোমল, ফিকরু, ইকাঙ্গা, অনিক ও সাইফুল ইসলাম খোকন।
শেখ রাসেলের দলবদল শেষ হওয়ার এই কার্যক্রমে অংশ নেয় পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। স্থানীয় খেলোয়াড়নির্ভর এই দলটির প্রত্যাশা পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে লিগ শেষ করা। গত মৌসুমে অবশ্য তারা দশম হয়ে কোনোমতে রেলিগেশন এড়িয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।