Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুদের হার আরো হ্রাস করা হলে মুদ্রাস্ফীতি কমবে : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

১৯ বছরের মধ্যে তুরস্ক সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির কবলে পড়ল। জিনিসের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দুইটি কাজ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি পরিসংখ্যান এজেন্সির প্রধানকে সরিয়ে দিয়েছেন এবং সংবাদমাধ্যমকে নৈতিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তুরস্কের মুদ্রাস্ফীতি এখন আকাশছোঁয়া। মুদ্রা-সংকটও দেখা দিয়েছে। এই মাসের গোড়ায় পরিসংখ্যান এজেন্সি জানিয়েছিল, মুদ্রাস্ফীতির হার হয়েছে ৩৬ দশমিক এক শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বিরোধী নেতারা মনে করেন, মুদ্রাস্ফীতির এই হারও কমিয়ে দেখানো হয়েছে। তাদের অভিযোগ, জীবনধারণের খরচ দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। তবে এরদোগান ঘনিষ্ঠমহলে এজেন্সির কড়া সমালোচনা করে বলেছিলেন, এজেন্সি বাড়াবাড়ি করছে। তারা তুরস্কের আর্থিক সমস্যাকে বাড়িয়ে দেখিয়েছে। আগামী মাসে মুদ্রাস্ফীতির হার ঘোষণা করা হবে। বিশেষজ্ঞদের ধারণা, সেটা ৪৭ শতাংশে পৌঁছাতে পারে। দেশের অর্থনীতির এই অবস্থার জন্য কড়া সমালোচনা হচ্ছে। তিনি গত আড়াই বছরে সেন্ট্রাল ব্যাঙ্কের তিনজন গভর্নরকে সরিয়েছেন। অর্থমন্ত্রী বদল হয়েছে। মন্ত্রণালয়ের উচ্চপদস্থ অফিসারদের বদল করেছেন। তারপরেও কিছু হয়নি। এই সব সিদ্ধান্তও সমালোচনার মুখে পড়েছে। এরদোগান সেন্ট্রাল ব্যাঙ্ককে ঋণ কম করার নির্দেশ দিয়েছেন। তার মনে হয়েছে, চড়া সুদের জন্য মুদ্রাস্ফীতি হয়েছে। এটা চিরাচরিত অর্থনীতির ধারণার উল্টো। এর ফলে ডলারের তুলনায় লিরার মূল্য ৪০ শতাংশর বেশি কমেছে। গত শনিবার এরদোগান আবার বলেছেন, সুদের হার আরো কম করা হবে এবং তার জেরে মুদ্রাস্ফীতি কমবে। এরদোগান বলেছেন, আপনারা জানেন, আমি সুদের হারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি, আমরা সুদের হার কম করছি। এটা জেনে রাখুন এর ফলে মুদ্রাস্ফীতি কমবে। জিনিসর দামও কমবে। যা এখন হচ্ছে, সবই সাময়িক। এরদোগান তুরস্কের মিডিয়াকে বলেছেন, তরা যেন এমন বিষয় প্রচার না করে, যা জাতীয় ও নৈতিক মূল্যবোধের সঙ্গে খাপ খায় না। ডিক্রি জারি করে এরদোগান বলেছেন, ক্ষতিকর মিডিয়া রিপোর্টের হাত থেকে পরিবার, শিশু ও যুবকদের বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিশিষ্ট সাংবাদিক কাবাসকে জেলে ভরা হয়েছে। অভিযোগ, তিনি এরদোগানকে অপমান করেছেন। তার কয়েক বছরের কারাদণ্ড হতে পারে। আরেক বিশিষ্ট সাংবাদিক ফারুক বিদিরিসি টুইট করে বলেছেন, মিডিয়ার বিরুদ্ধে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এপি, এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ