মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডা ইউক্রেনে মোতায়েন করা তার সেনা ইউনিটনমূহকে রোববার পশ্চিমে সরিয়ে নিয়েছে। একইসাথে দেশটি তার কিয়েভ দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার চলমান হুমকির কথা তুলে ধরে কানাডা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। কিয়েভে এক সংবাদ সম্মেলনে কানডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তার জন্য আমরা সতর্কতামূলক পদক্ষেপসমূহ অব্যাহত রাখবো। তিনি বলেন, কানাডীয় বাহিনীকে ডিনিপার নদীর পশ্চিমে সরিয়ে নেয়া হয়েছে। আনন্দ কিয়েভে রোববার সকালে গিয়ে পৌঁছান এবং সেনা ইউনিট সম্পর্কে সর্বশেষ খোঁজ-খবর নেন। তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, ইউক্রেন সীমান্ত থেকে মস্কো সৈন্য সরিয়ে না নিলে তাদেরকে তীব্র অবরোধ ও ভয়ঙ্কর পরিণাম ভোগ করতে হবে। তিনি আরো জানান, ইউক্রেনে ন্যাটো মিশনকে সহায়তা করতে বর্তমানে তাদের ৯০০ সৈন্য মোতায়েন রয়েছে। এদিকে অটোয়া রোববার এক ঘোষণায় তাদের কিয়েভ দূতাবাসে থাকা স্টাফ সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে। আমেরিকা ও পশ্চিমাদের অভিযোগ রাশিয়া ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করছে। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে চলাচলকারী ট্রাকচালকদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই আদেশ প্রত্যাহারের দাবিতে কানাডার রাজধানীতে বিক্ষোভ আজ দ্বিতীয় দিনেও অব্যাহত আছে। কানাডার অটোয়ায় ফ্রিডম কনভয় নামক আন্দোলনে যোগ দিয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী। অটোয়ায় বিক্ষোভের সময় একজন সেনা সদস্যের ভাস্কর্যের ওপর দাঁড়িয়ে এক নারীর নাচের ভিডিওসহ বেশ কিছু ঘটনা তদন্ত করছে পুলিশ। প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, ঘটনাগুলো নিন্দনীয়। অটোয়া পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, রাজধানী শহরের সেনা সদস্যের ভাস্কর্যের ওপর দাঁড়িয়ে এক নারী নাচের মাধ্যমে স্মৃতিস্তম্ভ অপবিত্র করেছেন। এছাড়া পুলিশ থেকে শুরু করে শহরের কর্মী এবং অন্যান্য ব্যক্তিদের প্রতি অবৈধভাবে হুমকি ও ভীতিকর আচরণ এবং গাড়ির ক্ষতির ব্যাপারে তদন্ত করা হচ্ছে। শহর তো বটেই, দেশটির সংসদ ভবনের বাইরের রাস্তা বন্ধ করে দেন বিক্ষোভকারী ট্রাকচালকরা। এ ব্যাপারে অটোয়া শহরের মেয়র জিম ওয়াটসন বলেন, কিছু বিক্ষোভকারী একটি স্যুপের দোকানের কর্মীদের হয়রানি করেছে। সেখানে বিক্ষোভকারীরা বিনামূল্যে খাবারের দাবি করেছিল। তবে রেস্তোরাঁর ভেতর বাধ্যতামূলকভাবে মাস্ক পরে না থাকায় কর্তৃপক্ষ বিনামূল্যে খাবার দিতে অস্বীকার করে। তখন বিক্ষোভকারীরা সেখানকার কর্মীদের হেনস্তা করেন। প্রসঙ্গত, কানাডা সরকার গত ১৫ জানুয়ারি আন্তসীমান্ত ট্রাকচালকদের করোনার টিকা নেওয়ার ব্যাপারে আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়, কানাডায় টিকা না নেওয়া ট্রাকচালকরা সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফিরলে প্রতিবার কোয়ারেন্টিনে থাকতে হবে। তার বিরোধিতা করে মাঠে নামেন ট্রাকচালকরা। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।