বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের মণিরামপুরে শিল্পী খাতুন নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে। শিল্পী খাতুন ওই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। তার আত্মহত্যার মূল কারণ জানা যায়নি। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এরআগে গত শুক্রবার সকালে একই গ্রামে একটি বিদ্যালয়ের কক্ষ থেকে মোসলেম গাজী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছিলো। তিনিও বিষপানে আত্মহত্যা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে একদিনের ব্যবধানে জালালপুর গ্রামে দুইজন বিষপানে আত্মহত্যা করেছেন।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, শিল্পী খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। রবিবার বিকালে তার স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে গৃহবধূ বিষপান করেছেন। দেখতে পেয়ে স্বজনরা তাকে মণিরামপুর হাসপাতালে নেয়ার পথে রাতে মৃত্যু হয়েছে শিল্পি খাতুনের।
গোলাম রসুল বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। মামলা রেকর্ড হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।