Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমালোচনার মুখোমুখি করতেই ষড়যন্ত্র আঁটছে যুক্তরাষ্ট্র : চীন

দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কয়েক শ’ কোটি ডলার ব্যয় করা হয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিং অলিম্পিকে অন্তর্ঘাতের পরিকল্পনার অভিযোগ করেছে চীন। দেশটি বলছে, এজন্য অ্যাথলেটদের অর্থও দেওয়ার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির একটি সরকারি সংবাদপত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে হস্তক্ষেপ এবং ‘অন্তর্ঘাতের’ পরিকল্পনার অভিযোগ করেছে। বেইজিং-এর মতে, চীনকে সমালোচনার মুখোমুখি করার জন্যই এমন ষড়যন্ত্র আঁটছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র অবশ্য আগেই ২০২২ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক ক‚টনৈতিকভাবে বয়কটের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, বেইজিং-এর মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে ওই গেমসে কোনও সরকারি প্রতিনিধি পাঠানো হবে না। তবে মার্কিন অ্যাথলেটরা গেমসে অংশ নেবেন এবং তারা সরকারের পূর্ণ সমর্থন পাবেন। অপর এক খবরে বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারি পর্দা উঠতে চলেছে শীতকালীন অলিম্পিকের। বৈশ্বিক এ ক্রীড়া প্রতিযোগিতার ফাইন্যান্স মডেল অনুযায়ী কয়েকশ কোটি ডলার ব্যয় করবে আয়োজক দেশ। এতে কয়েকশ কোটি ডলার আয় করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। পাশাপাশি ক্রীড়া সংস্থাগুলোও লাখ লাখ ডলার আয় করে থাকে। তবে এরই মধ্যে মহামারীর কারণে আয়ের কিছু প্রত্যাশিত উৎস বন্ধ হয়ে গেছে। যদিও মহামারীর আগেও এই গেমস থেকে আয় করার বিষয়টি বেইজিংয়ের অগ্রাধিকার ছিল না। সুতরাং অলিম্পিকে বেইজিংয়ের লাখ লাখ ডলার ব্যয়কে পর্যটন খাতের বিকাশে বিনিয়োগ হিসেবেই দেখা হচ্ছে। এপির খবরে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৫ সালেই দেশে একটি নতুন পর্যটন শিল্প গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, আমরা অলিম্পিকের আয়োজক হতে পারলে কয়েক দিক থেকে লাভবান হওয়া যাবে। এটি ৩০ কোটিরও বেশি চীনা নাগরিককে শীতকালীন ক্রীড়াগুলোয় অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক অলিম্পিকের কারণে সৃষ্ট এ আবহ আমাদের অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক অবদান রাখবে। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এ ক্রীড়া প্রতিযোগিতা ১৬ দিন পর বন্ধ হবে। আয়োজনে অংশগ্রহণ করা ক্রীড়াবিদদের বেইজিংয়ের বাইরে নতুন স্কি রিসোর্টে নিয়ে যেতে উচ্চগতির ট্রেন লাইন স্থাপন করা হয়েছে। এই ট্রেন লাইনগুলো আগামী কয়েক দশক ধরে চীনা পর্যটকদের স্ক্রি রিসোর্টের পাহাড়টিতে নিয়ে যাবে। রয়টার্স,এপি।

 

 



 

Show all comments
  • Shuvo Sarkar ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫৫ এএম says : 0
    ইট ছুঁরলে ফুল নয়, ইট বদলে পাটকেল ছুরতে হয় সেটা চীন বুঝিয়ে দিল।
    Total Reply(0) Reply
  • M Islam Moh Islam ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫৬ এএম says : 0
    আমেরিকা যে ভাবে খবরদারী করে চলছিলো সে সময় আর নাই,, কিছু টা থাকলেও ট্রাম্প এসে সেটাও তলানিতে,,একন সময় ভারতের মুদির হাতে টুকরা হলে ভারতে কিছু হিন্দু শান্তি পাবে,,,,
    Total Reply(0) Reply
  • Mabinul Hoq ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫৬ এএম says : 0
    আমেরিকা নিয়ন্ত্রন করে বলে পৃথিবীর মানুষ এখনো অনেক ভালো আছ। চীন ক্ষমতা নিলে কি হবে তা চিন্তা ও করতে পারবে না। না বুঝে আমরা বাঙ্গালীরা লাফাই।
    Total Reply(0) Reply
  • Md. Tuhin Howladar ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫৬ এএম says : 0
    পুরো পৃথিবী একবার চিন দখল করে নিবে, এতে কোন সন্দেহ নেই৷
    Total Reply(0) Reply
  • Md Ibrahim ৩১ জানুয়ারি, ২০২২, ২:৫৭ এএম says : 0
    বিশ্বের জন্য যুক্তরাষ্ট্র একটা অভিশাপ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ