গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রামপুরায় ইতি আক্তার নামে ১২ বছরের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রামপুরা হাজীপাড়ার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান বলেন, ইতি রামপুরার এক আইনজীবীর বাসার গৃহকর্মী ছিলেন। আশেপাশের লোকজনের মুখে জানতে পারি, ইতি গ্রামের বাড়ি যাওয়ার জন্য বিষণ্ণতায় ছিল। গ্রামের বাড়িতে যেতে না পারায় গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ফাঁসি দেয়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।