Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খাগড়াছড়িতে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

খাগড়াছড়ির পানছড়ির চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পানছড়ি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- পানছড়ির সত্যধন পাড়ার (কলেজ গেট এলাকার) পূর্ণ সাধন চাকমার মেয়ে পরসা চাকমা ও ছেলে পিবির চাকমা এবং একই এলাকার সুপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা।
স্থানীয়রা জানান, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যাম এলাকায় পানিতে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে পসরা চাকমা ও ঝরঝরি চাকমাও নদীর পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনসারুল করিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনাস্থল পরিদর্শন শেষে পরবর্তী কার্যক্রম শুরু হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ