Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে ঠান্ডায় জমে একই পরিবারের চার ভারতীয় নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ১২:৩১ পিএম

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত পার হওয়ার সময় কানাডার ম্যানিটোবা প্রদেশে প্রচণ্ড ঠান্ডায় নিহত চার জন একই পরিবারের এবং তারা ভারতীয় বলে নিশ্চিত হওয়া গেছে। কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজ এ খবর জানিয়েছে।

কানাডায় ভারতীয় হাইকমিশন ওই চার জনের পারিবারিক ছবি প্রকাশ করে তাদের নাম-পরিচয় জানিয়েছে।
ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তি অনুসারে নিহতেরা হলেন- ৩৯ বছর বয়সি জগদীশ বালদেবভাই প্যাটেল, ৩৭ বছর বয়সি স্ত্রী বৈশালীবেন জগদীশকুমার প্যাটেল এবং তাদের ১১ বছর বয়সি মেয়ে বিহঙ্গী জগদীশকুমার প্যাটেল এবং তিন বছরের ছেলে ধার্মিক জগদীশকুমার প্যাটেল।
কানাডার পুলিশ ভারতীয় হাইকমিশনের দেওয়া এসব তথ্য যাচাই করেছে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনার তদন্ত করছে তারা।

গত ১৯ জানুয়ারি ম্যানিটোবা প্রদেশের এমারসন শহর থেকে ছয় কিলোমিটার দূরে চার জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দিন ওই এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের অনেক নিচে (মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস)। সে সময় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কানাডায় ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এখন তাদের পরিচয় মিলল। সূত্র : সিটিভি নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ