Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শ্রমিক লীগের সভাপতি ও সেক্রেটারির একে অন্যকে বহিষ্কার করেছেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১০:৩০ এএম

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগে বিশৃঙ্খলা চরমে। দীর্ঘদিন ধরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করছেন সংগঠনটির দুই শীর্ষ নেতা। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতেও ছিল তাদের আলাদা কর্মসূচি।

গত ২৫ জানুয়ারি ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক একে অন্যকে বহিষ্কার করে পাল্টাপাল্টি বিজ্ঞপ্তি দিয়েছেন। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নানসহ কেন্দ্রীয় কমিটির চারজনকে বহিষ্কার করেন। অন্যদিকে খসরুকে বহিষ্কার করেন মান্নান। তবে মান্নানের দাবি তিনি বহিষ্কার করেননি, বহিষ্কারের এই খবর কীভাবে ছড়িয়ে গেল তা জানেন না তিনি।

এদিকে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরুকে বহিস্কার করা হয়েছে এমন খবরে ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ