বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাট শহরের দশানী চালিতাতলা এলাকায় সুমন সেখ (২৫) নামের এক যুবক ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রেমিকার মোবাইলে ভিডিও কল দিয়ে দেখিয়ে নিজের চাচার বাড়ির ঘরে ফ্যানের সাথে ঝুলে তিনি আত্মহত্যা করেন। সুমন সেখ সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের আবু বক্কার সেখের ছেলে। শহরতলীর দশানী চালিতাতলা এলাকায় চাচার বাড়িতে থেকে চাচার বাড়িঘর দেখাশুনা করতেন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখা-পড়া করছিলেন।
খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ বিকেলেই যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সুমনের পরিবারের লোকজনের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, প্রেমিকার সাথে বিরোধের জের ধরে প্রেমিকার মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে দেখিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে গলায় রশি দেয় সুমন সেখ । এসময় তার প্রেমিকা সুমনের চাচীর ম্যাসেঞ্জারে কল দিয়ে বিষয়টি তাকে জানায়। চাচী তার স্বামীকে জানালে সে এক লোককে তার বাড়িতে পাঠায়। পরে তারা ঘরের তারা সুমনকে ঝুলন্ত অবস্থায় পায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার ওসি। তদন্তের স্বার্থে প্রেমিকার নাম পরিচয় আপতত গোপন রাখা হয়েছে।##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।