মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের লাগোয়া সীমান্ত এলাকা থেকে শিশুসহ চার জনের লাশ উদ্ধার করেছে কানাডার পুলিশ। স্থানীয় সময় বুধবার (১৯ জানুয়ারি) একটি শিশু ও এক নারীসহ চার জনের মরদেহ পাওয়া যায় ম্যানিটোবার এমারসনে।
জানা গেছে, ওই অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, অতিরিক্ত ঠান্ডার কবলে পড়ে মৃত্যু হয়েছে তাদের।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, নিহত ওই পরিবারটির সদস্যরা ভারতের বলে ধারণা করছেন তারা। তারা হয়ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন।
ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) সহকারী কমিশনার জেন ম্যাকল্যাচি স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নিহতদের খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি এই ঘটনাকে মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেন।
সূত্র: বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।