প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. ৮৩
২. কোড নেম আবদুল
৩. বেল্লে
৪. চণ্ডীগড় কারে আশিকি
৫. তাড়াপ
তাড়াপ
ইশানার (অহন শেট্টি) মুসোরির এক তরুণ যে ড্যাডি (সৌরভ শুক্লা) নামে এক রাজনৈতিক কর্মীর পালিত ছেলে। ড্যাডি দামোদর নটিয়াল (কুমুদ মিশ্র) নামে এক রাজনীতিকের কর্মী। ইশানা নিজে থিয়েটার করে আর তার বাবা ও নটিয়ালকে সহায়তা করে। দামোদরের মেয়ে রামিসা (তারা সুতারিয়া) ইংল্যান্ডে পড়াশোনা করে, সেখান থেকে দেশে ফেরে। এসময় দামোদর নির্বাচনে জয়ী হয়। বিজয় উদযাপনের সময় রামিসার সঙ্গে ইশানার দেখা হয়। ইশানা পাগলের মত রামিসার প্রেমে পড়ে। একসময় রামিসাও তার প্রেমে পড়ে। তারা আরও ঘনিষ্ঠ হয়, বিষয়টি নটিয়াল পরিবারে জানাজানি হয়ে যায়: বিশেষ করে রামিসার দাদী (মঙ্গল খেঁকড়ে) বিষয়টি মেনে নিতে পারে না, যেভাবে হোক তাদের আলাদা করতে আর ইশানাকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেয় রামিসার দাদী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।