Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

১. স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম
২. সিং টু
৩. দ্য থ্রি ফিফটি ফাইভ
৪. দ্য কিং’স ম্যান
৫. অ্যামেরিকান আন্ডারডগ
দ্য কিং’স ম্যান
ম্যাথিউ ভন পরিচালিত অ্যাকশন কমেডি ফিল্ম। ‘লেয়ার কেক’ (২০০৪), ‘স্টারডাস্ট’ (২০০৭), ‘কিক-অ্যাস’ (২০১০), ‘দ্য ডেট’ (২০১০), ‘এক্স-মেন : ফার্স্ট ক্লাস’ (২০১১), ‘এক্স-মেন : ডেজ অফ ফিউচার পাস্ট’ (২০১৪), ‘কিংসম্যান : দ্য সিক্রেট সার্ভিস’ (২০১৫) এবং ‘কিংসম্যান : দ্য গোল্ডেন সার্কেল’ (২০১৭) ভন পরিচালিত ফিল্ম। মার্ক মিলারের ‘দ্য সিক্রেট সার্ভিস’ কমিক্সভিত্তিক ‘কিংসম্যান’ সিরিজের তৃতীয় ফিল্ম এবং প্রিকুয়েল এটি।
কল্পিত ব্রিটিশ গুপ্ত সংস্থা কিং’স ম্যানের প্রতিষ্ঠার গল্প। ১৯০২ সালে অরল্যান্ডো (রাল্ফ ফিন্স), তার স্ত্রী এমিলি (আলেকজান্ড্রা মারিয়া লারা) আর তাদের ছেলে কনরাড রেডক্রসের হয়ে একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে যায়, সেখানে এমিলি স্নাইপারের গুলিতে নিহত হয়। শান্তিবাদী অরল্যান্ডো ১২ বছর পর এ ধরণের আক্রমণ প্রতিরোধ করার জন্য পলি (জেমা আর্টারটন) এবং শোলাকে (জিমন হনসু) নিয়ে তার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। এটিই ছিল কিং’স ম্যানের ভিত্তি। একে একে দলে যোগ দেয় তার ছেলে ও অন্যরা। দুর্ধর্ষ এক গুপ্তচর সংস্থায় রূপ নেয় দলটি যাদের শুধু ইংল্যান্ডের রাজার কাছেই কাজের কৈফিয়ত দিতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড শীর্ষ পাঁচ

২১ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২২ জুলাই, ২০২২
৮ জুলাই, ২০২২
১ জুলাই, ২০২২
২৪ জুন, ২০২২
৩০ এপ্রিল, ২০২২
২২ এপ্রিল, ২০২২
৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ