মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাজাখস্তানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং দেশটির স্থিতিশীল উন্নয়নের জন্য চীন যাবতীয় প্রয়োজনীয় সাহায্য দিয়ে যাবে।
আজ (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনা মুখপাত্র ওয়াং ওয়েন পিন এ কথা বলেন। তিনি বলেন, কাজাখস্তানে দাঙ্গাহাঙ্গামার পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কাজাখ প্রেসিডেন্ট তোকায়েভের প্রতি সমর্থন প্রকাশ করেন।
শাংহাই সহযোগিতা সংস্থার অন্য সদস্যদের সাথে নিয়ে চীন কাজাখ পরিস্থিতি নিয়ে একটি যৌথবিবৃতিও প্রকাশ করে।
চীনা মুখপাত্র আরও বলেন, চীনের পক্ষ থেকে এসব উদ্যোগে দু’দেশের গভীর মৈত্রী ও আস্থার প্রতিফলন ঘটেছে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।