মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক শীর্ষ পাকিস্তানি তালেবান নেতা নিহত হয়েছেন। ওই পাকিস্তানি তালেবান নেতার নাম খালিদ বাল্টি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (পাকিস্তানি তালেবান বা টিটিপি) নামের এ সংগঠনের এক শীর্ষ নেতা মারা গেছেন। এ উগ্রবাদী সংগঠনটির সাথে বর্তমানে সকল ধরনের শান্তি আলোচনা স্থগিত করেছে পাকিস্তান সরকার।
মঙ্গলবার একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, খালিদ বাল্টি বলে পরিচিত এ শীর্ষ পাকিস্তানি তালেবান নেতার অন্য আরেক নাম হলো মুহাম্মদ খোরাসানি। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র ছিলেন। তাকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে হত্যা করা হয়। এ প্রদেশটি পাকিস্তান সীমান্তে অবস্থিত। সূত্র : আল-জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।