Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মর্টার শেল বিস্ফোরণ, ৯ শিশু নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে মর্টার শেল বিস্ফোরণে কমপক্ষে ৯ শিশু নিহত হয়েছে। এছাড়া এ মর্টার শেল বিস্ফোরণে আরো ৪ শিশু আহত হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে সরকারি কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নরের দফতর থেকে বলা হয়েছে, নানগারহার প্রদেশের লালোপার জেলার বাইগানন গ্রামে একটি পুরাতন মর্টার শেল বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে। সোমবার মর্টার শেলটিকে একটি খাদ্যপণ্য বহন করা গাড়ি আঘাত করলে তা বিস্ফোরিত হয়। নানগারহার প্রদেশের গভর্নর তার বিবৃতিতে আরো বলেছেন, আহত শিশুদের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে আর কোনো তথ্য জানানো হয়নি। কয়েক দশক ধরে চলা যুদ্ধ ও সঙ্ঘাতের কারণে আফগানিস্তানের মাটিতে সবচেয়ে বেশি অবিস্ফোরিত মাইন, মর্টার, বোমা ও অন্য গোলাবারুদ আছে। যখন এ গোলাবারুদগুলো বিস্ফোরিত হয় তখন শিশুরাও তার শিকার হয়। আল-জাজিরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ