Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার দাকোপে ইভটিজারের কারাদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ৮:০৫ পিএম

খুলনার দাকোপে ইভ টিজিংএর অপরাধে নাইম শেখ (২০) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে চালনা পৌরসভার আচাঁভূয়া এলাকার এবং আচাঁভূয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাজাহান শেখ ও মহিলা কাউন্সিলর নাছিমা বেগমের ছেলে।
আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে নাইম বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের সামনে ওয়াপদা রাস্তার উপর ছাত্র ছাত্রীদের টিকাদান কেন্দ্রে গিয়ে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) গালিব মাহামুদ পাশা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে নাইমকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আশরাফুল আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ