Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনও কিছুটা দূরে রয়েছে ইরান

তালেবান সরকারের স্বীকৃতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি প্রশ্নে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে ইরান। রোববার তেহরানে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ওই বৈঠকের পর তেহরানের বিবৃতিতে বলা হয়, তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া থেকে এখনও কিছুটা দূরে রয়েছে ইরান। গতকাল এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে রোববার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের ওই আলোচনা ইতিবাচক ছিল বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ। তবে তিনি বলেন, আলোচনা ইতিবাচক হলেও এখনই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর্যায়ে নেই তেহরান। সাঈদ খতিবজাদেহ বলেন, আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতি ইরানের জন্য উদ্বেগজনক। মূলত সেই উদ্বেগ প্রশমনের লক্ষ্য নিয়েই তেহরান সফরে এসেছেন দেশটির প্রতিনিধিরা।
২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পালিয়ে দেশ ছাড়েন পশ্চিমা সমর্থিত তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মতো প্রতিবেশী ইরান সফরে গেলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী।
অন্যান্য দেশের মতো ইরানও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বরং দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক প্রশাসন দেখতে চায় তেহরান। সুন্নি প্রভাবিত তালেবানের আগের মেয়াদেও দলটির নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেয়নি শিয়া অধ্যুষিত ইরান। তবে ইরানে এরইমধ্যে লক্ষাধিক আফগান শরণার্থী রয়েছে। নতুন করে শরণার্থীদের আরো স্রোত তৈরির আশঙ্কা করছে তেহরান। ফলে তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি নিয়ে আপত্তি থাকলেও শরণার্থীদের স্রোত সামলাতে তালেবানের সঙ্গে আলোচনায় আগ্রহী হয়ে ওঠে তেহরান। সূত্র : আল জাজিরা।



 

Show all comments
  • Ashikur Rohaman Rony ১১ জানুয়ারি, ২০২২, ১২:৫৮ এএম says : 0
    তাহলে আসা করা জায় বাংলাদেশও দিবে
    Total Reply(0) Reply
  • Prince Imran ১১ জানুয়ারি, ২০২২, ১২:৫৯ এএম says : 0
    বর্তমান পৃথিবীতে চীন যাদের সাথে আছে তাদের জন্য চীন যথেষ্ট অন্যান্য দেশের প্রয়োজন নেই
    Total Reply(0) Reply
  • Md Ali Akbor Hossain ১১ জানুয়ারি, ২০২২, ১২:৫৯ এএম says : 0
    শুধু পাকিস্তান আর চিন থাকলেই চলবে আর কাউকে লাগবেনা
    Total Reply(0) Reply
  • Shawon Molla ১১ জানুয়ারি, ২০২২, ১:০০ এএম says : 0
    আফগানিস্তানে তালেবান কাউকে তেল মেরে চলবে না। আল্লাওয়ালা কাউকে পরোয়া করেনা।কে সাথে থাকবে কে থাকবে না দেখার সময় আফগান তালেবানের নাই। আল্লাহর সাহায্য অবশ্যই তারা সব সময় পাবে ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Biplob Mahbub ১১ জানুয়ারি, ২০২২, ১:০০ এএম says : 0
    ইসলামিক আমিরাত অব আফগানিস্তানে প্রেসিডেন্ট প্যালেসে নতুন সরকার ঘোষণা একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় বিজয়...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ