Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়কে ঝরল ৮ প্রাণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

কুষ্টিয়া, চাঁদপুর, চুয়াডাঙ্গা ও ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৮ জনের নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে এ প্রতিবেদন।
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, কুষ্টিয়া সদরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ ৪ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। নিহতরা হলেন- সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন, একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন, আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী।
এ ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী তহমিনা খাতুন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীতগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ চারটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, চাঁদপুরের কচুয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। উপজেলা সাচার সংলগ্ন শিমুলতলী এলাকায় গতকাল সোমবার দুপুরে বিআরটিসি বাস ও ট্রাকের মধ্যে এই সংঘর্ষ হয়। বাস-ট্রাকের সংঘর্ষে সজিব হোসেন ও আতিকুর রহমান নামের দু’জন পরিবহন শ্রমিকের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইদ আফ্রিদী তন্ময় নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত সাইদ আফ্রিদী ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে। সাইদ আফ্রিদী চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের উপপুলিশ পরিদর্শক তাইফুজ্জামান জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ যাচ্ছিলেন সাইদ। নবীনগর পৌঁছালে তার মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রদিবেদন শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহবুব শেখ নামে এক যুবক নিহত হয়েছে। উপজেলার গুনবহা ইউনিয়নের মিনাচপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আকমল শেখের ছেলে।
নিহত মাহবুবের পরিবারের সদস্যরা জানায়, মাহবুব গতকাল সোমবার বেলা ১০টার দিকে মোটরসাইকেলযোগে ওই ইউনিয়নের নদীয়ারচাঁদ থেকে বোয়ালমারী আসছিল। গুনবহা ইউনিয়নের মিনাচপুর নামক স্থানে পৌছলে সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায়। সাথে সাথে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়কে

১৯ জানুয়ারি, ২০২৩
৫ ডিসেম্বর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ