Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক প্রদর্শনীতে বিজ্ঞানের অনেক সর্বাধুনিক উপহার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১:৩৯ পিএম

মালিশ করে, আঙুল কামড়ে শরীর ও মনের কষ্ট দূর করে রোবট৷ পরিবেশ খারাপ না করে উড়ে গন্তব্যে পৌঁছে যায় গাড়ি৷ আধুনিক প্রযুক্তির আরো অতি প্রয়োজনীয় পণ্যের সমাহার ঘটেছে এক প্রদর্শনীতে৷

লাস ভেগাস কনভেনশন সেন্টারে চলছে কনজিউমার ইলেক্ট্রনিক্স শো৷ সেখানে এমন একটি গাড়ি প্রদর্শন করা হয়, যেটি থেকে কোনো কার্বন নিঃসরণ হয় না, এ গাড়ি উড়ে উড়ে চলে৷ করোনাকালে অনেক ক্ষেত্রে অফিসের কাজ, মিটিং, লেখাপড়া, পরীক্ষা, কেনাকাটা বলতে গেলে সব কাজই এখনো ভার্চুয়ালি হয়৷ হলে, মাঠে না গিয়ে সিনেমা, নাটক, খেলাও দেখা যায় ঘরে বসে৷ এমনই একটি যন্ত্র প্রদর্শন করা হয় যাতে ভার্চুয়ালি রোলার কোস্টারে চড়ার আনন্দও পাওয়া যায়৷

রয়েছে একটা বিড়াল রোবট৷ এই রোবটের মুখে আঙুল দিলে সারা শরীরে এক ধরনের সুখানুভূতি ছড়িয়ে পড়ে৷ দেখানো হয়েছে পাতলা একটি স্ট্রিপ যা খুব কাজের৷ এটা দিয়ে কোনো চিকিৎসক ছাড়া একা একাই প্রস্রাব পরীক্ষা করা যায়৷ এক কর্মী দেখান আর্কেলিস ইকোস্কেলেটন কীভাবে কাজ করে, কীভাবে এটি দাঁড়িয়ে কাজ করার কষ্ট অনেকটা লাঘব করে৷ যন্ত্রটি এমন মানুষদের কথা ভেবে তৈরি করা, যাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতে হয়৷

আরও প্রদর্শন করা হয়েছে হাম নামের টুথ ব্রাশ৷ রিচার্জেবল এই স্মার্ট টুথ ব্রাশ দিয়ে নিখুঁতভাবে দাঁত মাজা যায়৷ কেউ ভুলভাবে ব্রাশ করলে ব্রাশই বলে দেয়, কীভাবে ব্রাশ ধরে কোন দিকে ঘষতে হবে৷ দেখানো হয়েছে মোশন বালিশ। এটি নাক ডাকা বন্ধ করে সুখনিদ্রা নিশ্চিত করে৷

মুনবাইক নামের একটি নতুন মোটরবাইকও দেখানো হয়েছে। এই মোটরবাইক আকাশে ওড়ে না, এটি বরফে অনায়াসে চলতে সক্ষম প্রথম বাইক৷ আরও রয়েছে এলওডি এয়ার৷ এটি ইউভি-সি আলো জ্বালিয়ে বাতাসে ভেসে বেড়ানো সব ভইরাস হত্যা করে৷ সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপহার

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ