বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল গত ২৮ সেপ্টেম্বর। গোপালগঞ্জের কোটালীপাড়ায় এদিন জন্ম নেওয়া ৭ নবজাতকের মায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। কোটালীপাড়া স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবলু হাজরা আজ শনিবার এই পুরস্কার তুলে দেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ২৮ সেপ্টেম্বর এসব শিশুরা জন্ম নেয়। উপহার হিসেবে শিশুদের মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে পোশাক, দুধ, স্যাভলন, ফিডার, টিস্যু, বিভিন্ন প্রকার ফল ও নগদ অর্থ।
এ বিষয়ে বাবলু হাজরা বলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শিশুদের পরিবারের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন একটি শুভ দিন। এদিন জন্ম নেওয়া শিশুদের শুভেচ্ছা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।