Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে বিস্ফোরণের পর ভবন ধসে নিহত ১৬

কিংহাই প্রদেশে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে ভবনে বিস্ফোরণের পর ধসে পড়ায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। ভবনের রান্না ঘরের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই ঘটনা নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম (সিসিটিভি)। শনিবার সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার ভবন ধসের ঘটনায় ধ্বংস্তূপ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১৬ জন মারা গেছেন। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি থাকা একজনের অবস্থা সংকটাপন্ন। জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ, ঘটনাস্থলে ৬ শতাধিক উদ্ধারকর্মী পাঠিয়েছে। সেখানে ভারী যন্ত্রপাতির মাধ্যমে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিস্ফোরণে কারণ এখন জানা না গেলেও তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। চীনে ভবনধসের ঘটনা অস্বাভাবিক নয়। নির্মাণে ত্রুটিসহ নানা কারণে এমন ঘটনা ঘটে। গত সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইঝোঁ প্রদেশের একটি নির্মাণ সাইটে ভূমি ধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। অপর এক খবরে বলা হয়, চীনে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে চায়না আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)। স্থানীয় সময় শনিবার দিনগত রাত ১টা ৪৫ মিনিটে প্রবল এ ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জোরালো ভূমিকম্পের ২৫ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটার শক অনুভূত হয়। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য বলছে, চীনে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং আফটার শক ছিল ৫ দশমিক ১ মাত্রার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল জিনিং শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এএফপি, সিজিটিএন, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ