Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শস্য খামার তৈরিতে কাজ করবে রোবট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

শস্য খামার তৈরিতে এবার কাজ করবে রোবট। চালকবিহীন লাঙ্গলটি স্বয়ংক্রিয় যন্ত্র হিসাবে কাজ করবে। বিশ্বে জনসংখ্যা ক্রমবর্ধমান। তাদের খাবার জোগাতে রয়েছে কৃষক ঘাটতি। সেই ঘাটতি পূরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সহায়তার লক্ষ্যেই উদ্ভাবন করা হয়েছে রোবটটি। মার্কিন খামার সরঞ্জাম প্রস্তুতকারক জন ডিরি এবং ফরাসি কৃষি রোবট স্টার্ট-আপ নাইও লাস ভেগাসে বুধবার শুরু হওয়া কনজিউমার ইলেকট্রনিক্স শোতে এ প্রযুক্তি উদ্ভাবনের কথা জানান। জন ডিরি তার জনপ্রিয় ৮আর ট্র্যাক্টর, একটি লাঙ্গল, জিএসপি এবং ৩৬০-ডিগ্রি ৬ জোড়া ক্যামেরাকে একত্রিত করে এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন- যা একজন কৃষক তার স্মার্ট থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। মূল্য নির্ধারিত না হলেও এ বছরই যুক্তরাষ্ট্রে এটির বাজারজাত হবে বলে জানিয়েছেন উদ্ভাবক। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোবট

৯ সেপ্টেম্বর, ২০২২
১৬ আগস্ট, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ