Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোবট নৌকা জরিপ চালাচ্ছে ডুবো আগ্নেয়গিরিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছের সমুদ্রতলে থাকা আগ্নেয়গিরির ওপর প্রাথমিক জরিপ সেরে এসেছে এক রোবট নৌকা। আর নৌকাটি নিয়ন্ত্রণ করা হয়েছে ১৬ হাজার কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাজ্যের এক গ্রাম থেকে। ‘হাঙ্গা-টোঙ্গা হাঙ্গা-হাপাই’ (এইচটিএইচএইচ) নামের ওই সাগরগর্ভের আগ্নেয়গিরিটির মানচিত্র তৈরির কাজ করেছে নৌকাটি। বিশেষ এ নৌযান তৈরি করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান সি-কিট ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি নিজেদের ‘টোঙ্গা ইরাপশন সিবেড ম্যাপিং প্রজেক্ট’-এর দ্বিতীয় ধাপের অংশ হিসেবে জরিপ চালাচ্ছে ওই আগ্নেয়গিরিতে। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছে নিউজিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফেরিক রিসার্চ (নিওয়া)। আর এর তহবিল জোগাচ্ছে জাপানের নিপ্পন ফাউন্ডেশন। জানা গেছে, সাগরতল থেকে ডাটা সংগ্রহে অনেক সময় ৩০০ মিটার গভীরে পর্যন্ত কপিকলের মাধ্যমে নানা সরঞ্জাম নামাতে হয়। স্যাটেলাইট লিংকের মাধ্যমে বহুদূর থেকে আসা নির্দেশ পালন করে সে কাজ সুচারুরূপে করতে পারে ম্যাক্সিলিমার নামের ১২ মিটার দৈর্ঘ্যের মানুষবিহীন নৌকাটি। এটি দূর থেকে নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য তৈরি করা হয়েছে। নৌকায় থাকা প্রতিটি সুইচ, নৌকার প্রতিটি কাজ, প্রতিটি আলো যুক্তরাজ্য থেকেই নিয়ন্ত্রণ করা যায়। দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন রোবটিক নৌকাকে সামুদ্রিক অভিযানের ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে। দূর নিয়ন্ত্রণের সুবিধার কারণে এ ধরনের যান বিপজ্জনক অঞ্চলের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হবে। ‘আনক্রুড সার্ফেস ভেহিকল’ (ইউএসভি) ঘরানার এ নৌযানগুলোর পরিবেশগত সুফলও রয়েছে বলে জানা গেছে। আয়তনে ছোট হওয়ার কারণে এগুলোর কার্বন নিঃসরণ অনেক কম হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোবট নৌকা জরিপ চালাচ্ছে ডুবো আগ্নেয়গিরিতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ