Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনে মদ কিনতে রোবট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১২:০১ এএম

লকডাউনের কারণে সমস্যায় পড়েছেন মদ্যপায়ীরা। দোকান ও বারগুলো বন্ধ থাকায় এখন আর আগের মতো মদ পান করতে পারছেন না তারা। হাতে গোনা দোকান খুললেও তাতে বিশাল লাইন। এ জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা থেকে রেহাই পেতে এক যুবক বানিয়ে ফেললেন রোবট। আর সেই রোবটকে পাঠালেন দোকানে মদ কিনতে। এমনই কান্ড ঘটিয়েছেন ভারতের তামিলনাড়ুর বাসিন্দা কার্তিক ভেলায়ুত্থাম। তিনি পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। টানা দুই দিন পরিশ্রম করে রোবটটি বানান তিনি। তবে শুধু মদ আনার জন্য নয়, যে কোনও রকম জিনিসপত্র কেনার ক্ষেত্রেই এই রোবট সহায়ক হবে বলে জানান তিনি। চার চাকা জোড়া কাঠের পাটাতনে কার্ড বোর্ডের বাক্স জুড়ে তার সঙ্গে রিমোট সেন্সর লাগিয়ে রোবট বানান কার্তিক। স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকবে এই রোবটের রিমোট সেন্সর ডিভাইস। এর মাধ্যমেই দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে এটি। জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ