মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুদ্ধের ময়দানে শত্রুর সঙ্গে স্বাধীনভাবে লড়াইয়ে উপযোগী অটোনমাস ওয়ার রোবটের গণ উৎপাদন শুরু করেছে রাশিয়া। নিজেদের সামরিক বাহিনীকে এই স্বয়ংক্রিয় যুদ্ধ রোবটে সজ্জিত করার পরিকল্পনা নিয়েছে দেশটি। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু শনিবার এক বিবৃতিতে বলেন, উচ্চ-প্রযুক্তির এই সামরিকযান যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে যুদ্ধ করতে পারে। এই রোবটকে সের্গেই শোইগু ‘ভবিষ্যতের অস্ত্র’ বলে আখ্যা দিয়ে রোবটটির গণ উৎপাদন শুরু হচ্ছে এবং সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলে জানিয়েছেন। এটি কোনো পরীক্ষাম‚লক পদক্ষেপ নয় বলেও নিশ্চিত করেছেন তিনি। রাশিয়া এরইমধ্যে ইউরান-৯ সহ বেশ কিছু স্বাধীন ও আধা-স্বাধীন মেশিন তৈরি করেছে যা রোবটিক অস্ত্র হিসেবে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে ছোট ট্যাংকের মতো দেখতে যাতে রয়েছে ৩০ মিলিমিটারের কামান, কয়েকটি আগুনের গোলা ছোঁড়ার যন্ত্র ও চারটি গাইডেড এন্টি-ট্যাংক মিসাইল। যুদ্ধক্ষেত্রে এ অস্ত্র শত্রুপক্ষের ওপর নজরদারি করতে পারে এবং গোলাগুলি চালাতে পারে। সৈন্যবহরের সম্মুখসারিতে এই রোবট রেখে যুদ্ধ করবে রুশ সেনারা। ফলে জীবনহানি কম ঘটবে বলে আশা করছে দেশটি। তাস, আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।