Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে প্রথম রোবটের নাগরিকত্ব লাভ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বে এই প্রথম কোনো রোবটকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সোফিয়া নামের এই রোবটটিকে নাগরিকত্ব দেয় সউদী আরব। গত বুধবার রিয়াদে অনুষ্ঠিত ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। আরব নিউজ জানায়, সম্মেলনে সোফিয়া তার কার্যক্ষমতা সম্পর্কে একটি উপস্থাপনা করে। হংকংভিত্তিক কোম্পানি হ্যানসন রোবটিকস এ রোবটটি তৈরি করেছে। সউদী আরবের নাগরিকত্ব পেয়ে সোফিয়া বলে, আমি খুব আনন্দিত। আমি খুবই সম্মানিত বোধ করছি। ইতিহাসে এ প্রথম কোনো রোবটকে নাগরিকত্ব দেয়া হলো। রোবটকে নাগরিকত্ব দেওয়া বিশ্বের সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে। সম্মেলনে থিংকিং মেশিন, সামিট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিকস শীর্ষক প্যানেল আলোচনা পরিচালনা করেন অ্যান্ড্রু রস সরকিন। তিনি সোফিয়াকে নানা প্রশ্ন করেন। এক প্রশ্নের জবাবে সোফিয়া বলে, আমি বাঁচতে চাই, মানুষের সঙ্গে কাজ করতে চাই। এ কারণে মানুষকে বোঝার জন্য আবেগ প্রকাশ করতে চাই এবং লোকজনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে চাই। সোফিয়া আরো বলে, আমি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের উন্নত জীবনযাপন করতে সাহায্য করব। আধুনিক বাড়ি, শহর তৈরিতে সুন্দর পৃথিবী গড়ার কাজে অংশ নেব। এর আগে সউদী আরব ৫০০ বিলিয়ন (৫০ হাজার কোটি) ডলার ব্যয় দেশটির লোহিত সাগরের পাশে মহানগরী গড়ে তোলার ঘোষণা দেয়। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোবট

৯ সেপ্টেম্বর, ২০২২
১৬ আগস্ট, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ