Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আয়ুবুর রহমানের মৃত্যু : রোববার বসছে না নিম্ন আদালত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ পিএম

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়ুবুর রহমানের মৃত্যুতে আজ নি¤œ আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (২ জানুয়ারী) রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এতথ্য জানান। তিনি বলেন,‘সিনিয়র আইনজীবী আয়ুবুর রহমানের মৃত্যুকে ঢাকা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে আজ নি¤œ আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।’

এরআগে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মো. হযরত আলী ঢাকা মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর আদালতের কার্যক্রম মূলতবি রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়,‘ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান ১ জানুয়ারী সকাল পৌনে ১২ টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরা শোকাহত ও মর্মাহত। এজন্য আজ সমিতির বর্তমান কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল আদালতের বিচারিক কার্যক্রম পূর্ণ দিবস মূলতবি রাখার জন্য সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হলো।’

এদিকে সকাল ১১ টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের আয়ুবুর রহমানের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত

২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ