Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯৯০ সালের পর প্রথম নিকারাগুয়ায় দূতাবাস খুলল চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

নিকারাগুয়ায় ১৯৯০ সালের পর প্রথম বারের মতো চালু হলো চীনের দূতাবাস। স¤প্রতি বেইজিংয়ের ঘনিষ্ঠ হতে তাইপেইয়ের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। এর কয়েক সপ্তাহের মধ্যে এমন সিদ্ধান্তের কথা জানা গেলো। বেইজিংয়ের সঙ্গে মানাগুয়ার কূটনৈতিক সম্পর্ক জোরালো হওয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেনিস মনকাদা।

বিশ্লেষকরা এটিকে চীনের রাজনৈতিক জয় বলছেন, যেটি তাইওয়ানকে নিজেদের ভ‚খন্ড দাবি করে এবং আন্তর্জাতিক মঞ্চে স্ব-শাসিত দ্বীপটিকে বিচ্ছিন্ন করার জন্য ক্রমাগত চাপ বাড়িয়েছে।

তিন সপ্তাহ আগে নিকারাগুয়ার সম্পর্ক ছিন্ন করার পর আরো এক বন্ধু হারায় তাইওয়ান। ২০১৬ সালের মে মাসে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তাইপেইয়ের ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত তাইওয়ানের মিত্রের সংখ্যা ২১ থেকে নেমে ১৪টিতে দাঁড়িয়েছে।

নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেনিস মনকাদা চীনের দূতাবাস চালু উপলক্ষে এক অনুষ্ঠানে বলেন, আপনাকে আমাদের নিকারাগুয়ায় স্বাগত জানাই... এ নিশ্চয়তার সঙ্গে যে, উভয় দেশের সামনে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের সাফল্য এবং ভবিষ্যৎ রয়েছে।

এক ভার্চুয়ালি বৈঠকে স্থানীয় সময় শুক্রবার চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বৈইজিং নিকারাগুয়ার সঠিক সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং এটি প্রশংসনীয়।
চীন কয়েক দশক ধরে তাইওয়ানের ক্ষয়িষ্ণু কূটনৈতিক মিত্রদের পক্ষ পরিবর্তন করতে উৎসাহিত করেছে, যার মধ্যে ল্যাটিন আমেরিকার তিনটি দেশ অন্যতম এবং সেগুলো হলো পানামা, এল সালভাদর এবং ডোমিনিকান প্রজাতন্ত্র।

গত ৯ ডিসেম্বর নিকারাগুয়ার ওর্তেগা ঘোষণা দেয়, তারা ‘এক চীন’ নীতির সমর্থনে তাইওয়ানের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং সব ধরনের যোগাযোগ বা অফিসিয়াল সম্পর্ক বন্ধ করে দিয়েছে।

৭০-এর দশকের শেষ দিকে আমেরিকার সমর্থনপুষ্ট একনায়ক সোমোজা সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় বসেন ডেনিয়েল ওর্তেগা। এক দশক তিনি ক্ষমতায় টিকে ছিলেন। ১৯৯০ সালের নির্বাচনে তিনি হেরে যান। এরপর তার ক্ষমতায় ফিরতে সময় লাগে ১৬ বছর। ২০০৬ সালের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ওর্তেগা আবার ক্ষমতায় ফেরেন। পরের বছর দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সূত্র : ইন্ডিপেন্ডেন্ট, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ