Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগরী সহ বরিশাল বিভাগে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান শুরু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ৪:০৯ পিএম

বরিশাল মহানগরী সহ বিভাগের ৬টি জেলা সদরে শনিবার থেকে করোনা ভ্যাকসিনের বুস্টারডোজ প্রদান শুরু হয়েছে। পাশাপাশি এ অঞ্চলের সবগুলো ইপিআই টিকাদান কেন্দ্রে রোববার থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমও শুরু হবে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। বরিশাল সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর পুলিশ হাসপাতাল, জেলা স্টেডিয়াম ও পপুলার হাসপাতালে প্রথম দিনে দেড় সহস্রাধিক ষাটোর্ধ নারী-পুরুষকে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান করা হয়েছে বলে নগর ভবন সূত্রে জনা গেছে।

তবে প্রথমদিনে প্রায় সব ভ্যাকসিন গ্রহনকারীকে মহানগরীর জেনারেল হাসপাতাল ও শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণের ম্যাসেজ দেয়া হলেও সেখানে গিয়ে সবাই ফেরত আসেন। নগর ভবন সূত্রে জানা গেছে, ঐ দুটি হাসপাতালের কোন বাতানুকুল কক্ষ না পাওয়ায় ভ্যাকসিন প্রদান করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে নগরীতে মাইকযোগে নগরীর পুলিশ হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক ল্যাব ও জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে ইতোমধ্যে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩০ লাখ মানুষকে করেনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। যা এ অঞ্চলে ১২ বছরের উর্ধের মোট জনসংখ্যার প্রায় ৪০ ভাগ বলে জানান হয়েছে। আর বিভাগে ১ম ডোজ গ্রহনকারীর সংখ্যা প্রায় ৪১ লাখ। বরিশাল মহানগরীতেও ইতোমধ্যে প্রায় ৩ লাখ ১০ হাজার জন করোনার প্রথম ডোজ এবং প্রায় ২ লাখ ৪৫ হাজার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ সম্পন্ন করেছেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ