মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ১৫টি স্থানের ‘নাম পরিবর্তন’ করেছে, যে অঞ্চলটিকে বেইজিং ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করে। রাষ্ট্র পরিচালিত গেøাবাল টাইমস দৈনিকের একটি প্রতিবেদনে বলা হয়, চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, তারা চীনা অক্ষর এবং তিব্বতি ও রোমান বর্ণমালায় জাংনান বা দক্ষিণ তিব্বতের ১৫টি স্থানের নাম ‘প্রমিত’ করেছে।
জায়গাগুলোর মধ্যে আটটি আবাসিক এলাকা, চারটি পর্বত, দুটি নদী এবং একটি পর্বত গিরিপথ অন্তর্ভুক্ত ছিল। এটি এশিয়ার দুই প্রধান শক্তির মধ্যে সর্বশেষ দ্ব›দ্ব। তবে, দিল্লি ‘আবিষ্কৃত নাম’ বাতিল করে দিয়ে বলেছে যে, জায়গাটি ‘সর্বদা’ ভারতের অংশ হবে, তার নাম তারা পরিবর্তন করেনি।
ভারতের ফেডারেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘অরুণাচল প্রদেশ রাজ্যের স্থানগুলোর এমন নামকরণের চেষ্টা চীনের এই প্রথম নয়। চীন ২০১৭ সালের এপ্রিলেও এ ধরনের নাম বরাদ্দ করতে চেয়েছিল। অরুণাচল প্রদেশ সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। অরুণাচল প্রদেশের স্থানগুলোতে উদ্ভাবিত নাম বরাদ্দ করা এই সত্যকে পরিবর্তন করে না’।
আবাসিক স্থানগুলোর নামগুলো হল শানান প্রিফেকচারের কোনা কাউন্টির সেংকেজং এবং দাগøুংজং, মানিগ্যাং, নাইংচির মেডগ কাউন্টির ডুডিং এবং মিগপেইন, গোলিং, নাইংচির জায়ু কাউন্টির ডাম্বা এবং শানান প্রিফেকচারের লুঞ্জে কাউন্টির মেজাগ।
চারটি পর্বতের মধ্যে রয়েছে ওয়ামো রি, ডিউ রি, লুনঝুব রি এবং কুনমিংজিংজে ফেং এবং দুটি নদী হল জেনিওগমো হি এবং দুলাইন হে। মাউন্টেন পাস হল সে লা, কোনা কাউন্টিতে।
গেøাবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্টেট কাউন্সিল থেকে জারি করা ভৌগোলিক নামের প্রবিধান অনুসারে এ নামকরণ করা হয়েছে’। বেইজিং-এর চায়না তিব্বতবিদ্যা গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ লিয়ান জিয়াংমিন বলেছেন, নামগুলোর আরো ‘প্রমিতকরণ’ আসতে চলেছে।
তিনি গ্লোবাল টাইমসকে বলেছেন যে, চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় একটি ‘বৈধ পদক্ষেপ’ নিয়েছে এবং এটি করা চীনের ‘সার্বভৌম অধিকার’। ‘এ অঞ্চলে আরো মানসম্মত স্থানের নাম ভবিষ্যতে ঘোষণা করা হবে’- বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে।
চীন অরুণাচল প্রদেশে অবকাঠামো স্থাপনের প্রতিবেদনের মধ্যে সর্বশেষ উন্নয়নটি এসেছে। এনডিটিভি জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি প্রকাশিত দুটি পৃথক স্যাটেলাইট ইমেজ দেখায় যে, চীন অরুণাচল প্রদেশে ৬০টি ভবনের একটি ক্লাস্টার স্থাপন করছে। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট, ইয়াহু নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।