বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পারিবারিক কলহের জের ধরে মহুয়া খাতুন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি খুলনা নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের তৃতীয় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্রী। বাগেরহাট সদর থানা এলাকার শাহাদাত হোসেনের কন্যা। খুলনা নগরীর খালিশপুরে নানীর বাড়িতে থেকে পড়াশুনা করতেন।
খালিশপুর থানার এসআই মো: শওকত আলী জানান, মঙ্গলবার দুপুর ও রাতে কোন খাবার গ্রহণ করেনি মহুয়া। রাতে ঘরের দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। আজ সকাল গড়িয়ে দুপুরেও ডাকাডাকি করলে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুরতহাল রির্পোট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মহুয়ার মা মারা যাওয়ার কিছুদিন পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর নানীর বাড়ি খালিশপুরে থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। বাবার সাথে মনোমালিন্যে এ ঘটনা ঘটতে পারে। তাছাড়া মৃতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি আরও জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।