Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৬:১৩ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার বার্মা আবাসিক হোটেল থেকে রুস্তম আলী (৪৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর পৌনে ১ টার দিকে হোটেলের ১ নাম্বার রুম থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ। নিহত রুস্তম আলী জেলার পতœীতলা উপজেলার মধইল এলাকার সাদেক আলীর ছেলে।
নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত রুস্তম আলী তার এলাকায় বসবাস করার সময় সংসারের দায়ে অন্যের কাছে থেকে টাকা ধার নিয়ে ছিলেন। সেই টাকা পরিশোধ করতে না পারায় তার বিরুদ্ধে মামলা করেন পাওনাদার। সেই মামলার ভয়ে তিনি পালিয়ে বেশ কিছুদিন থেকে বার্মা আবাসিক হোটেলে আত্মগোপন করে বিভিন্ন বাজারে ছাগলের ব্যবসা করতো। অন্যান্য দিনের মতই সে মঙ্গলবার রাতে দিকে হোটেলের রুমে শুয়ে পরে। বুধবার সকালে সে ঘুম থেকে উঠেনি। তারপর হোটেলের আয়া রুমের বারান্দা পরিষ্কার করার জন্য গেলে দেখে তার মুখে ফেনা লেগে আছে। তাকে অনেক বার ডাকার পরও কোন সাড়া না পাওয়ায় তার সন্দেহ হলে তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান। তাৎক্ষণিক ভাবে হোটেল কর্তৃপক্ষসহ বাজারের অন্য দোকানদার মিলে রুমে গিয়ে দেখে তার লাশ বিছানায় পড়ে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, সংবাদ পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল তথ্য লিপিবদ্ধ শেষে দুপুর দেড় টার দিকে লাশ উদ্ধার করে থানায় এনেছে। তিনি আরও বলেন, এব্যাপারে নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ