Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লঞ্চে অগ্নিকান্ড: শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সবাই শঙ্কা মুক্ত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ৭:১০ পিএম

সুগন্ধায় ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ রোগীই এখন শঙ্কা মুক্ত বলে চিকিৎসকগন জানিয়েছেন। এদেরমধ্যে এখনো ৩জন আইসিইউ’তে চিকিৎসাধীন থাকলেও কাউকেই ঢাকায় পাঠানোর প্রয়োজন নেই। অবশ্য কারো কারো সুস্থ হতে মাসাধিক কাল সময়ও লাগতে পারে বরে জানিয়েছেন হাসপাতালের একাধিক সূত্র।

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট হিসাবে সাময়িকভাবে ব্যবহৃত চক্ষু ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ লঞ্চের লস্কর ভোলার চরফ্যাশন উপজেলার মো. সেলিম মিয়া জানায়, লঞ্চের ইঞ্জিন পুরানো থাকায় ঘটনার রাতে বরিশাল ঘাট ছাড়ার পর থেকেই সমস্যা দেখা দেয়। তার মতে, মাষ্টার এবং ইঞ্জিন চালকরা সচেতন থাকলে দুর্ঘটনা এড়ানো যেত।

এদিকে হাসপাতালের চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী রোগীদের চিকিৎসা সুবিধা দিচ্ছেন। রোগীরাও আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন। স্বজনরাও হাসপাতালের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেছেন।

চিকিৎসাধীন রোগীদের অবস্থা নিয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, এখন সব রোগীই শঙ্কামুক্ত। তাদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ টিম প্রয়োজন অনুযায়ী থাকবেন। আর যে ৩ জন রোগী আইসিইউতে আছে তাদের অবস্থাও উন্নতির দিকে বরে জানান তিনি।

উল্লেখ্য, লঞ্চ দুর্ঘটনায় শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রোগী ভর্তি হলেও বর্তমানে ৯ জন নারী ৫ শিশু মিলিয়ে ৩৬ রোগী চিকিৎসাধীন আছেন। আট জনকে ঢাকায় পাঠান হয়েছে। একজন বরিশালে এবং আরেকজন ঢাকায় নেয়ার পথে মারা গেছেন। ২৭.১২.২০২১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ