Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন খেলার জগৎ একাডেমি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলায় দ্বিতীয় বারের মত শেষ হলো অনূর্ধ্ব ১০ বালকদের নিয়ে অনুষ্ঠিত হওয়া একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল জেলার পুরাতন স্টেডিয়ামের ফাইনালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে খেলার জগৎ ফুটবল একাডেমি। তোফাজ্জল ২টি এবং জিহান করেন একটি গোল। শেষ দিকে একটি গোল শোধ দেন নজরুল স্মৃতির মাহফুজ। জেলার ৮টি একাডেমির প্রতিযোগিতার ফাইনাল সেরা খেলোয়াড় হয়েছেন খেলার জগৎ ফুটবল একাডেমির জিহান। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন একই ক্লাবের তোফাজ্জল। সেরা গোলরক্ষক হয়েছেন বনগ্রাম ফুটবল একাডেমির সাজ্জাদ। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, উত্তরা ফুটবল ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিয়া ভাই, জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ আরো অনেকেই। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল মিয়া ভাই ফাউন্ডেশন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ