Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ভোট শুরুর আগেই মারা গেলেন মেম্বার প্রার্থী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১১:২৯ এএম | আপডেট : ১২:০৭ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২১

ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে মারা গেলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার। রোববার ভোরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইতোমধ্যে সকাল ৮ টা থেকে চলছে ভোটগ্রহণ। মনির উদ্দিন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হয়ে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা সরব ছিলেন তিনি। ভোটগ্রহণের আগে হঠাৎ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, একজন প্রার্থীর মৃত্যু হয়েছে। তবে ভোটগ্রহণ যথারীতি চলবে। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ