Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাখ লাখ আফগানকে ক্ষুধার হাত থেকে রক্ষা করতে হলে তালেবানকে সহযোগিতা করুন : হামিদ কারজাই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১০:৫২ এএম

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লাখ লাখ আফগান নাগরিককে ক্ষুধার হাত থেকে রক্ষা করতে হলে তালেবানকে সহযোগিতা করতে হবে। কারজাই শনিবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সম্পর্কে খারাপ ধারনা ঝেড়ে ফেলে অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানের জনগণের জন্য সাহায্য পাঠানো। কারজাই বলেন, তালেবান এখন আফগানিস্তানের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী এবং এ বাস্তবতা মেনে নেয়া উচিত।
২০০১ সালে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের পতনের পর প্রথম প্রেসিডেন্ট হন হামিদ কারজাই। যে গোষ্ঠীর অতীত সহিংসতায় পরিপূর্ণ তার প্রতি বিশ্ব সমাজ কীভাবে সমর্থন দেবে- এমন প্রশ্নের জবাবে হামিদ কারজাই বলেন, সহিংসতা আমাদের জীবনের একটি দুঃখজনক অবিচ্ছেদ্য অংশ। তবে একথাও মনে রাখতে হবে সহিংসতা সকল পক্ষই চালিয়েছে।
এ বক্তব্যের মাধ্যমে তিনি মূলত আফগানিস্তান দখল করার পর মার্কিন সেনারা যে হাজার হাজার আফগান নাগরিককে হত্যা করেছে সেদিকে ইঙ্গিত করেছেন।
গত আগস্ট মাসে তালেবান ২০ বছরের বিরতির পর আবার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে। ২০০১ সালে ইঙ্গো-মার্কিন হামলার মাধ্যমে যে তালেবান সরকারের পতন হয়েছিল ২০২১ সালের ১৫ আগস্ট আবার সেই তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। সূত্র : পার্সটুডে



 

Show all comments
  • Mohammad Shohel Rana ২৬ ডিসেম্বর, ২০২১, ১:০৩ পিএম says : 0
    ঠিক বলেছেন
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ শফিক আলী ২৬ ডিসেম্বর, ২০২১, ১:০৪ পিএম says : 0
    আল্লাহ তালেবানকে আপনি নিজ হাতে সাহায্য করুন
    Total Reply(0) Reply
  • MH Tanvir ২৬ ডিসেম্বর, ২০২১, ১:০৪ পিএম says : 0
    আফগানে আটকিয়ে দেয়া সম্পদ ফিরিয়ে দেয়ার আন্দলোন হওয়া দরকার। দেশে দেশে তালে বানের পক্ষে অর্থ আটকিয়ে দেয়ার প্রতিবাদ মিছিল হলে হয়তো একটা সমাধান হবে।
    Total Reply(0) Reply
  • হাবীব ২৬ ডিসেম্বর, ২০২১, ১:০৬ পিএম says : 0
    মুসলিম দেশগুলো উচিত তাদের পাশে দাঁড়ানো
    Total Reply(0) Reply
  • হুমায়ূন কবির ২৬ ডিসেম্বর, ২০২১, ১:০৬ পিএম says : 0
    মুসলিম ধনকুবরা কি এসব দেখে না?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ