গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক আবদুর রব (১৮) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার তার মৃত্যু হয়।
পুলিশ বলছে, আবদুর রবকে বৃহস্পতিবার ছুরিকাঘাত করে তার মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তার পেট, বাম উরু ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার এসআই মহেশ চন্দ্র সিংহ জানান, আসাদগেট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আবদুর রব। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন শুক্রবার ভোর ৬টায় তার মৃত্যু হয়।
আবদুর রবের বোন সুমি আক্তার জানান, একটি পরিবহনের বাসচালকের সহকারী ছিলেন আবদুর রব। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে। বাবার নাম জাকির হোসেন। পরিবার নিয়ে থাকেন সাভারে। ঘটনার দিন সাভার থেকে মোহাম্মদপুরে বড় ভাইয়ের বাসায় এসেছিলেন। সন্ধ্যায় সাভার ফেরার পথে এ ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।