বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের পটিয়ায় আম পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এরশাদ আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত পৌণে ৯টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গুরুনখাইন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাছির (৫০) নামে আরো এক ব্যক্তি আহত হয়েছেন। নিহত এরশাদ ওই এলাকার মৃত আব্দুর সবুরের ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আম পাড়াকে কেন্দ্র করে এরশাদ ও নূর হোসেনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে এরশাদ ও নাছির নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এরশাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।